ফিল্ম সমালোচক, উমের সান্ধু টুইট করে লেখেন,'দেখলাম শমশেরা ওভারসিস সেন্সর বোর্ডে, কিন্তু যা চকচক করে তাই সোনা নয়,ওল্ড ওয়াইন ইন আ নিউ বটল, রণবীর পুরো শো-এর লাইম লাইট ছিনিয়ে নিয়েছে, সঞ্জয় দত্ত আবারও প্রত্যাশিত একঘেয়ে ভিলেন উনি এখনো কেজিএফ এবং পৃথ্বীরাজ মোডে রয়েছেন, বাণী কপূর সম্পুর্ন সারপ্রাইজ প্যাকেজ, দারুন সুন্দর দেখাচ্ছে তাঁকে, অ্যভারেজ।'