প্রিয়ঙ্কার বিলাসবহুল বাড়িতে থাকতে বিপুল ভাড়া গুনছেন জ্যাকলিন, এই টাকায় হয়ে যাবে 'Foreign' ট্রিপ

বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়ার বাড়িতই এখন বলি সেক্সিয়েস্ট জ্যাকলিন ফার্নান্ডেজের নয়া ঠিকানা। একসময়ে যেখানে ছিল প্রিয়ঙ্কার সংসার এখন সেখানেই  ঢুকে পড়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ।  প্রিয়ঙ্কা চোপড়ার জুহুর বিলাসবহুল বাড়ি ভাড়া নেওয়ার পর থেকেই বিপুল  অঙ্কের ভাড়া গুনতে হচ্ছে জ্যাকলিনকে। সম্প্রতি এই খবর প্রকাশ্যে আসা মাত্রই  পেজ -থ্রির পাতা সরগরম হয়ে উঠেছে। কিন্তু জানেন কি প্রিয়ঙ্কার বাড়িতে থাকার বিপুল খরচে হয়ে যাবে আপনার সাধের বিদেশ ট্রিপ।

Riya Das | Published : Feb 19, 2021 12:43 PM
18
প্রিয়ঙ্কার বিলাসবহুল বাড়িতে থাকতে বিপুল ভাড়া গুনছেন জ্যাকলিন, এই টাকায় হয়ে যাবে 'Foreign' ট্রিপ

একসময়ে যেখানে প্রিয়ঙ্কা চোপড়ার সংসার ছিল এখন নাকি সেখানেই থাকছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। খবর প্রকাশ্যে আসা মাত্রই জল্পনা তুঙ্গে।

28

বিষয়টি একটু খোলসা বলে বলা যাক, আসলে প্রিয়ঙ্কার পুরোনা সংসার অর্থাৎ পুরোনো বাড়িতেই থাকতে শুরু করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ।
 

38


২০১৮ সালে আমেরিকান পপ তারকা নিক জোনাসের সঙ্গে বিয়ে হওয়ার আগে পর্যন্ত প্রিয়ঙ্কা চোপড়া এই বাড়িতেই থাকতেন। কর্মযোগ নামের এই রাজকীয় বহুতলের দাম ৭ কোটি টাকা।

48

সূত্রের খবর,বিগত কয়েক বছর ধরেই মুম্বইয়ের বান্দ্রায় ভাড়া থাকছিলেন জ্যাকলিন। সম্প্রতি প্রিয়ঙ্কা চোপড়ার বাড়িতে জ্যাকলিন তার নতুন সংসার পেতেছেন।

58

প্রত্যেক মাসে ৬.৭৮ লক্ষ টাকা করে ভাড়া গুনতে হচ্ছে জ্যাকলিন ফার্নান্ডেজকে। সম্প্রতি এই খবর প্রকাশ্যে আসা মাত্রই সরহরম হয়ে উঠেছে পেজে থ্রি-র পাতা।

68

'কর্মযোগ' নামে প্রিয়ঙ্কার এই বিলাসবহুল বাড়ি দুই তলা ভাড়া নিয়েছেন জ্যাকলিন। সেখানেই ভাড়া বাবদ জ্যাকলিনকে গুনতে হচ্ছে ৬.৭৮ লক্ষ টাকা।

78

আপতত ৩ বছরের চুক্তি হিসেবে জ্যাকলিন ফার্নান্ডেজ ওই বাড়িতে নিজের সংসার গুছিয়ে নিয়েছেন। এবং ৩ বছর পর শ্রীলঙ্কান সুন্দরী ফের ওই বাড়িতে থাকবেন কিনা তা জানা যায়নি।

88

প্রসঙ্গত, ২০১৮ সালে প্রথম জুহুতে বাড়ি খুঁজতে শুরু করেন জ্যাকলিন ফার্নান্ডেজ এবং সিদ্ধার্থ মলহোত্রা। সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেই নাকি একসঙ্গে বাড়ি খুঁজতে শুরু করেন। এবং তারপরই নাকি প্রিয়ঙ্কার একসময়কার বাড়ি ভাড়া নেন জ্যাকলিন।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos