প্রথম ছবি ছিল সুপারহিট, ম্যানে পেয়ার কিয়া, সেই ছবিতে নিজের সেরা অভিনয় দেওয়ার পরই মুখ থুবরে পড়তে হয় সলমন খানকে। একের পর এক মাস কাটতে থাকে, আসে না একটিও ছবির প্রস্তাব, কেন খোলসা করেছিলেন খোদ সলমন খান।
প্রথম ছবি ছিল সলমন খানের ব্লক বাস্টার, ম্যানে পেয়ার কিয়া, প্রেম জড়ে কাবু তখন সকলেই। এই ছবি বক্স অফিসে ১৯৮০ সালে সব থেকে বেশি আয় দেয়।
211
ডেবিউ যার এতো ভালো তার যে বাকি পথ চলাটাও মসৃণ হবে সেটাই কাম্য। কিন্তু সলমনের তা ঘটেনি।
311
সলমন খান স্পষ্টই জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে তাঁর কঠিন দিনগুলোর কথা। সলমনের কথায়, তিনি একটিও ছবি পাচ্ছিলেন না।
411
কারণ ছিলেন প্রথম ছবির নায়িকা ভাগ্যশ্রী। একটি ছবি করার পরই তিনি বিয়ে করবেন স্থির করেন।
511
এখানেই শেষ নয়, তিনি বলিউড ছেড়ে দেওয়ার কথাও ভাবেন। এতেই সমস্যার সৃষ্টি হয়। সলমনের কথায়, ছবির সব ক্রেডিটই নিয়ে যায় ভাগ্যশ্রী।
611
এরপর টানা কয়েকমাস কোনও ছবি পান না সলমন। একটা সময় তিনি ভাবতে শুরু করেন, বলিউডে তিনি কিছুই করতে পারবেন না।
711
এমন সময় মাস্টার প্ল্যান কাজ করে যায় সলমন খানের বাবা সেলিমের। ছেলের অবস্থা দেখে প্ল্যান ছকেন তিনি।
811
চিত্রনির্মাতা ও প্রযোজক জিপি সিপ্পিকে গিয়ে বলেন, আপনি ঘোষণা করে দিন, যে সলমনকে আপনি একটি ছবিতে নিয়েছেন।
911
তিনি সেলিমের কথা ফেলতে পারেন না। ফলে তিনি তা প্রকাশ্যে জানিয়ে দেন। যা খবরের শিরোনামে জায়গা করে নেয়।
1011
এরপর আবারও সামনে উঠে আসে সলমন খানের নামে। একের পর এক ছবির প্রস্তাব আসতে শুরু করে তাঁর কাছে। এরপর আর ফিরে তাকাতে হয়নি।
1111
আর তা দেখা মাত্রই আবারও পড়তে হয় অঙ্কিতাকে রোষের মুখে, আবারও ওঠে একই প্রশ্ন মনের সব ব্যাথা কমে গেল, কয়েক মাসেই!
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।