Published : Apr 12, 2020, 11:25 AM ISTUpdated : Apr 12, 2020, 11:26 AM IST
অভিনয়ের মধ্যে দিয়ে এই তারকারা নজর কেড়েছে সকলের। কিন্তু কেবল অভিনয়ই নয়, পাশাপাশি রয়েছে আরও অনেক গুণ। কেউ আঁকে ভালো ছবি, কেউ আবার লেখেন ভালো গান। তারকাদের এই গুণগুলি অনেক সময় চাপা পড়ে থাকে অভিনয়ের পেছনে। তাই দেখে নেওয়া যাক, কোন তারকার রয়েছেন কী কী গোপন গুণ।
সলমন খান বরাবরই খুব ভালো ছবি আঁকেন। তাঁর ছবির প্রশংসাও করেন সকলে। তাঁর ছবি নেট দুনিয়ায় অনেকবার শেয়ার করেছেন ভাইজান।
29
অক্কি খুব ভালো ছবি তোলেন, তা সকলেরই জানা তবে, অক্ষয় কুমার অভিনয় করার পর যে সময়টুকু অবসরে কাটান, তখন তিনি রান্না করতে খুব পছন্দ করেন। রান্না করা অক্ষয় কুমারের খুব পছন্দের বিষয়।
39
বিদ্যা বালান বরাবরই খুব ভালো মিমিক্রি করে থাকেন। অন্যদের নকল করতে সিদ্ধ হস্ত বিদ্যা। সেটের সকলকে মাতিয়ে রাখেন তিনি।
49
প্রিয়ঙ্কা চোপড়া খুব ভালো গান করেন। তাঁর গানের ভক্ত বহু মানুষ। তাঁর গানের জন্য রয়েছে এক বিশেষ পরিচিতি।
59
আমির খান খুব ভালো দাবা খেলেন। শুধু খেলাই নয়, তাবর তাবর খেলোয়াড়দের তিনি টক্কর দেওয়ার ক্ষমতা রাখেন।
69
শাহিদ কাপুর খুব ভালো নাচেন, তা হয়তো অনেকেরই জানা। কিন্তু শাহিদ কাপুর খুব ভালো ডিজে প্লেয়ার, তা হয়তো অনেকেরই জানা নেই।
79
আয়ুষ্মানের গান অনেকেরই কাছে খুব পছন্দের। কিন্তু গান গাইবার সঙ্গে সঙ্গে তিনি খুব ভালো গান লেখেন।
89
ইয়ামি গৌতম খুব ভালো বাড়ি-ঘর সাজাতে পারেন। তিনি সখের বশে হলেও ইন্টিরিয়ার ডিজাইনে সিদ্ধহস্ত।
99
সইফ আলি খান খুব ভালো গিটার বাজান। তাঁর গিটারের ছন্দে মুগ্ধ সকলব ভক্তরাই। তবে নবাব পুত্রের এই গুণের কথাসকলেরই জানা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।