উচ্চশিক্ষিত হয়ে অভিনয়ে স্বপ্নপূরণ, দেখুন তালিকায় কোন বলিউড তারকারা

অভিনয় স্বপ্ন থাকলেও পড়াশুনার ক্ষেত্রে খামতি রাখেননি এই তারকারা। উচ্চ শিক্ষিত হয়েই শুরু করেছিলেন অভিনয়ের কেরিয়ার। সেই তালিকাতে রইলেন কোন কোন তারকারা দেখে নেওয়া যাক।

Jayita Chandra | Published : Mar 19, 2020 3:12 PM / Updated: Mar 19 2020, 03:32 PM IST
19
উচ্চশিক্ষিত হয়ে অভিনয়ে স্বপ্নপূরণ, দেখুন তালিকায় কোন বলিউড তারকারা
পরিণীতি চোপড়া- পরিণীতি চোপড়া বরাবরই পড়াশুনোতে ভালো। অভিনয়তেও ততটাই দক্ষ তিনি। অর্থনীতি নিয়ে ইউকে-এর ম্যাঞ্চেষ্টর বিসনেস স্কুল থেকে স্নাতকোত্তর করেন।
29
আমিশা প্যাটেল- অর্থনীতিতে স্নাতকোত্তর পাশ করেন তিনি। পাশাপাশি অর্থনীতিতে তিনি গোল্ড মেডেলিস্ট।
39
আয়ুষ্মান খুরানা- ডাভ কলেজ থেকে ইংরেজি নিয়ে পড়াশুনা করেন তিনি। মাস কমিউনিকেশনে তিনি চন্ডিগড় থেকে স্নাতকোত্তর পাশ করেন তিনি।
49
জন অ্যাব্রাহম- মুম্বই এডুকেশন ট্রাস্ট থেকে জন পাশ করেন স্নাতকোত্তর। এমবিএ পাশ করেই অভিনয় জগতে পা রাখেন।
59
বিদ্যা বালানঃ তিনি সমাজতত্ত্ববিদ্যা স্নাতক পাশ করেন, এবং মুম্বই ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর পাশ করেন।
69
প্রীতি জিন্টা- ইংরেজিতে প্রথমে তিনি স্নাতক পাশ করেন। পরবর্তীতে প্রীতি ক্রিমিনাল সাইকোলজি নিয়ে স্নাতকোত্তর করেন।
79
সোহা আলি খান- লণ্ডন থেকে স্নাতকোত্তর পাশ করেন তিনি। অর্থনীতি ছিল তাঁর বিষয়।
89
শাহরুখ খান- অর্থনীতি তিনি স্নাতক পাশ করেন। স্কুলে থাকাকালিন তিনি ট্যালেন্ট পুরস্কার পেয়েছিলেন একাধিক।
99
ভিকি কৌশল- ভিকি কৌশল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পাশ করেন মুম্বই টেকনো ইউনিভারসিটি থেকে।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos