উষ্ণ নাভির ওপর অমলেট থেকে নিজের হাতে কন্ডোম কেনা, মুহূর্তে ভাইরাল মল্লিকা

Published : Mar 27, 2020, 01:13 PM IST

মল্লিকা মানেই পর্দায় এক উষ্ণ আবেদন। তাঁর প্রতিটা ছবির উপস্থাপনা থেকেই যেন ভক্তদের মনে ওঠে নয়া ঝড়। মাডার থেকে শুরু, এরপর একই ধাঁচের ছবি করে হয় অভিনেত্রীর তখমা জিতে নিয়েছিলেন মল্লিকা। 

PREV
110
উষ্ণ নাভির ওপর অমলেট থেকে নিজের হাতে কন্ডোম কেনা, মুহূর্তে ভাইরাল মল্লিকা
মল্লিকা শেরাওয়াত মানেই পর্দায় টান টান উত্তেজনা। একের পর এক ছবি করে ঝড় তুলেছিলেন তিনি।
210
মল্লিকা এমনভাবে নিজেকে পর্দায় তুলে ধরেছেন, যা প্রতিটা পদক্ষেপে ভক্তদের মনে ঝড় তোলে। হট অভিনেত্রীদের মধ্যে প্রথমসারিতে নাম লিখিয়েছেন তিনি।
310
পরিচালক থেকে শুরু করে একাধিক অভিনেতা প্রকাশ্যেই শিকার করেছেন মল্লিকা মানেই উষ্ণতার জোয়ার। তা প্রমাণ করার জন্য একাধিক ছবিতে এক এক রকমের দৃশ্য ফুঁটিয়ে তোলা হত।
410
ভক্তদের মধ্যে ছড়িয়ে গিয়েছিল মল্লিকার ছবির ওপর তাঁরা খাবার রাখলে নাকি তা গরম হয়ে যায়।
510
এই কথার ওপর ভিত্তি করেই মল্লিকা কপিল শর্মার শো-তে বলেছিলেন এক পরিচালক তাঁর পেটের ওপর অমলেট ভাজতে চেয়েছিলেন।
610
এখানেই শেষ নয়। প্রথম ছবিতেই কন্ডোম বিতর্কে জড়িয়ে পড়েছিলেন মল্লিকা শেরাওয়াত। নিজে হাতে কিনেছিলেন কন্ডোম।
710
ছবিতে এই দৃশ্য দেখানোর পরই তা মুহূর্তে ছড়িয়ে পড়ে। প্রশ্ন ওঠে একাধিক। কেন এই ধরনের চরিত্র দেখানো হল প্রশ্ন করায় সাফ উত্তর দিয়েছিলেন মল্লিকা।
810
তাঁর মতে এই ধরনের চরিত্রে ভুলনেই কোথাও। প্রথম থেকেই তিনি স্পষ্ট কথা বলেন। তাঁর মতে এই অভ্যাস যদি সব মেয়েদের মধ্যে গড়ে ওঠে তবে তা দেশের জন্য ভালো।
910
পাশাপাশি খোলামেলা পোশাক বিতর্কেও জড়িয়েছিলেন মল্লিকা। তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে, তিনি কেন এই ধরনের পোশাক পরেন।
1010
মল্লিকা সাফ জানিয়েছিলেন তাঁর কাছে দেখানোর জিনিস আছে তাই তিনি দেখান। অন্যদের নেই তাই তিনি দেখান না।
click me!

Recommended Stories