বলিউডের চাঁদনি শ্রীদেবী। বি-টাউনের প্রথম সারির অভিনেত্রীর প্রেমে হাজার পুরুষ হাবুডুবু খেলেও শেষমেষ পরিচালক তথা দুই সন্তানের বাবা বনি কাপুরের গলাতেই মালা দিয়েছিলেন তিনি। এত নায়ক থাকতে কেন তিনি বনিকে বেছে নিয়েছিলেন। আর বনিই বা কেন নিজের স্ত্রীকে ছেড়ে শ্রীদেবীকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন, এই নিয়ে আজও বিস্তর জল্পনা রয়েছে। কেটে গিয়েছে দীর্ঘ দুই বছর। আজ তিনি নেই । এভারগ্রীণ অভিনেত্রী শ্রীদেবীকে আজও ভুলতে পারেননি দর্শককূল। পর্দায় তার ছবি দেখলে আজও চোখের কোণটা ভিজে যায় অনেকেরই। তার স্মৃতি আজও অমলিন হয়ে আছে বনির মনে। বলিউডের অন্যতম বিতর্কিত প্রেমকাহিনির মধ্যে একটি হল বনি-শ্রীদেবীর সম্পর্ক। কীভাবে প্রেমে পড়েছিলেন চাঁদনির, জেনে নিন সেই অজানা কাহিনি।