Published : Jul 13, 2020, 09:11 PM ISTUpdated : Jul 13, 2020, 09:41 PM IST
অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল। করোনা আক্রান্ত বচ্চন পরিবারের বাড়ি এখন কড়া নিরপত্তার মধ্যে রয়েছে। সম্প্রতি স্যানিটাইজ করা হয়েছে অমিতাভের জলসা। সিল করে দেওয়া হয়েছে বর্ষীয়ান অভিনেতার বাড়ি। এখন প্রশ্ন হল খানিক এমনই নিরাপত্তা আগেও ছিল জলসায়। সমস্ত নিয়ম মেনেই তাঁরা বাড়িতেই ছিলেন। অভিষেক বচ্চনের করোনায় সংক্রমিত হওয়ার কারণ হিসেবে ভক্তরা দাবি করেছে তাঁর ডাবিং স্টুডিওতে যাওয়া। ওয়েব সিরিজ ব্রিদ ইন্টু দ্য শ্যাডোজের ডাবিংয়ের জন্য স্টুডিওতে যাতায়াত লেগে ছিল অভিষেকের।
সেখান থেকেই কি তাহলে অভিষেক করোনায় আক্রান্ত হন এবং তাঁর থেকে অমিতাভ। এটি হল প্রথম একটি কারণ। ভক্তদের অনুমান এভাবেও অমিতাভ করোনায় আক্রান্ত হতে পারেন।
210
অন্যদিকে সূত্রের খবর, এক বিজ্ঞাপনের ডাবিং করতে গিয়ে আন্ধেরির কাছে এক স্টুডিওতে গিয়েছিলেন। সেখান থেকেও তাঁর শরীরের করোনা ভাইরাস ঢুকে গিয়েছে, এমনটাও হতে পারে।
310
এছাড়া ভক্তদের আরও অনুমান, অমিতাভের বাড়ির আশপাশেই হয়তো করোনা ক্রমাগত নিজের বিস্তার বাড়িয়ে চলেছে। যার কারণে অভিনেতার কাছে ভাইরাসের সংক্রমণ হতে বেশি সময় লাগেনি।
410
বচ্চন পরিবার যে নিরাপত্তার মধ্যে থাকে তার মধ্যেও করোনা ছড়ানো যে কোনও অস্বাভাবিক বিষয় নয় তাই প্রমাণ পেল। ইতিমধ্যে জলসার ২৬ জন কর্মীর কোভিড রিপোর্ট পাওয়া গিয়েছে।
510
সৌভাগ্যবসত সকলেরই রিপোর্ট নেগেটিভ। অন্যদিকে জয়া বচ্চন, শ্বেতা নন্দা এবং তাঁর পরিবারের রিপোর্টও নেগেটিভ আসে। তবে রক্ষা পাননি ঐশ্বর্য এবং ছোট্ট আরাধ্যা।
610
তাঁদের প্রথম কোভিড রিপোর্ট নেগেটিভ এলেও পরের রিপোর্টটি পজিটিভ আসে। তাঁদের মধ্যে করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছে। তাঁদের চিকিৎসা বাড়িতেই চলছে।
710
অন্যদিকে নানাবতী হাসপাতালে রয়েছেন অমিতাভ এবং অভিষেক। বচ্চন পরিবারের দ্রুত আরোগ্য কামনা করে চলেছে গোটা দেশ। উদ্বিগ্ন হয়ে পড়েছে শহর কলকাতাও।
810
পিকনিক গার্ডেনের বিগ বি মন্দির, শ্যামবাজেরের শিবমন্দির, নানা জায়গায় তাঁর দ্রুত আরোগ্য কমানা করে চলছে হোম-যজ্ঞ। পুজো চলছে ধুমধাম করে।
910
অমিতাভ ইতিমধ্যেই সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁর টুইটের পর থেকেই বিচলিত হয়ে পড়েছিল ভক্তমহল। প্রিয় অভিনেতার করোনা আক্রান্তের খবর শুনে টুইটে কমেন্ট করেছেন অনেকেই।
1010
সকলকে ধন্যবাদ জানিয়ে অমিতাভ লিখেছেন, "আপনাদের আশীর্বাদ এবং প্রার্থনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আছেন বলেই আমরা সব লড়াই জিতে ফিরতে পারি।"