Published : Sep 02, 2020, 11:45 AM ISTUpdated : Sep 02, 2020, 12:11 PM IST
বিশ্বে প্রথম সারিতে থাকা ধনী তারকাদের মধ্যে অন্যকম নাম শাহরুখ খান। যাঁর ব্যবসার দিকে নজর দিয়ে এক কথায় সকলেই হতবাক। না, কেবল বলিউডই নয়, পাশাপাশি ভক্তদের এই ভালোবাসার কাঁধে ভর করে কীভাবে ব্যবসা চালাতে হয়, তাও খুব ভালো করেন জানেন কিং খান।