একেই বলে ব্যবসা, একটি ইন্টাগ্রাম পোস্টের জন্য কত টাকা চার্জ করেন শাহরুখ

Published : Sep 02, 2020, 11:45 AM ISTUpdated : Sep 02, 2020, 12:11 PM IST

বিশ্বে প্রথম সারিতে থাকা ধনী তারকাদের মধ্যে অন্যকম নাম শাহরুখ খান। যাঁর ব্যবসার দিকে নজর দিয়ে এক কথায় সকলেই হতবাক। না, কেবল বলিউডই নয়, পাশাপাশি ভক্তদের এই ভালোবাসার কাঁধে ভর করে কীভাবে ব্যবসা চালাতে হয়, তাও খুব ভালো করেন জানেন কিং খান। 

PREV
19
একেই বলে ব্যবসা,  একটি ইন্টাগ্রাম পোস্টের জন্য কত টাকা চার্জ করেন শাহরুখ

বর্তমানে শাহরুখ খান প্রায় সাড়ে ৪৪০০ কোটি টাকার মালিক। যেখানে সলমনের সম্পত্তি ২০০০ কোটির কিছু বেশি। 

29

শাহরুখ খান, কীভাবে নিজের দক্ষতা ও বুদ্ধি দিয়ে নিজের জায়গা পাকা করতে হয়, তা তিনি স্পষ্ট দেখিয়ে দিয়েছেন বলিউডের কিং হয়ে। 

39

তাঁর তুলনায় বাকি অভিনেতারা এক কথায় তুচ্ছ, না, অভিনয়ের ক্ষেত্রে নয়, তুলনাটা ব্যাঙ্ক ব্যালান্সের ক্ষেত্রে। 

49

শাহরুখ খান ধীরে ধীরে কীভাবে বলিউডে নিজের সাম্রাজ্য বিস্তার করেছে তাসকলেরই জানা। বর্তমানে তিনি একটি ছবি করতে নিয়ে থাকে ৪৫-৫০ কোটি টাকা। 

59

তবে আয় কেবল মাত্র ছবি থেকেই নয়। রয়েছে তাঁর একাধিক সংস্থা, যেখান থেকে শাহরুখের মাস গেলে আয় বেশ ভালোই হয়। 

69

এখানেই থেকে থাকা নয়। সোশ্যাল মিডিয়ায় কীভাবে ব্যবসা করতে হয় তাও দেখালেন শাহরুখ খান। যা অনেকেরই অজানা। 

79

এক কথায় বলতে গেলে তিনি হলেন সোশ্যাল মিডিয়ারও কিং। তাঁর ভক্তের সংখ্যা ২০ মিলিয়ন। ফলে তাঁর পেজে থাকা মানেই এক ক্লিকে এত ভক্তের কাছে পৌঁচ্ছে যাওয়া। 

89

এই অবস্থায় কোনও ব্রান্ড বা সংস্থা যদি শাহরুখ খানের পেজের মধ্যে দিয়ে প্রমোশন করতে চান, তবে তাঁকে গুণতে হয় মোটা অঙ্কের টাকা। 

99

একটি পোস্ট করার জন্য শাহরুখ খান ইন্টাগ্রামে নিয়ে থাকেন ৮০ লখ থেকে ১ কোটি টাকা। যা বলিউডে সব তারকার থেকে এক কথায় বেশি। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories