সলমনের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ কীভাবে হল তা নিয়েও এবার মুখ খুলেছেন রবিনা। তিনি জানিয়েছেন, বান্দ্রায় তখন শুটিং করছিলাম। হঠাৎ আমার বন্ধু বান্টির ফোন এল, ও সলমনের বন্ধু ছিল। বান্টি আমাকে জিজ্ঞাসা করল, তুমি যদি কাছাকাছি থাকো তাহলে এসে দেখা করো। এরপর আমি যখন বান্টির সঙ্গে দেখা করতে এলাম, দেখলাম আমার সলমন দাড়িয়ে আছে।