প্রাক্তন স্বামী হৃত্বিককে সঙ্গে নিয়ে মহা শিবরাত্রি পালন সুজানের, জল্পনা তুঙ্গে

সারা দেশজুড়ে গতকালই ধুমধাম করে পালিত হয়েছে মহা শিবরাত্রি উৎসব। বলিউডের তারকারাও সামিল হয়েছেন এই উৎসব পালনে। আর তাদের মধ্যে মহাদেবের আরাধনায় মেতেছেন বলি হার্টথ্রব হৃত্বিক রোশন। তবে তিনি একা নন প্রাক্তন স্ত্রী সুজান এবং গোটা পরিবারকে সঙ্গে নিয়েই শিবপুজোয় মেতেছেন অভিনেতা। আইনত ভাবে তাদের বিচ্ছেদ হলেও আজ ও তাদের বন্ধন অটুট রয়েছে। স্বামী-স্ত্রীর সংজ্ঞা পাল্টে তারা এখন বেস্ট ফ্রেন্ড। নিজেদের স্বার্থে হোক কিংবা সন্তানের জন্য তারা এখনও একসঙ্গে আছেন।  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাদের বেশ কিছু ভাইরাল হয়েছে। মহা শিবরাত্রি পালনের একের পর এক ছবিতে ভরে গিয়েছে নেটদুনিয়া। দেখে নিন সুজান-হৃত্বিকের শিবপুজোর ছবিগুলি।
 

Riya Das | Published : Feb 22, 2020 10:43 AM / Updated: Feb 22 2020, 10:48 AM IST
112
প্রাক্তন স্বামী হৃত্বিককে সঙ্গে নিয়ে মহা শিবরাত্রি পালন সুজানের,  জল্পনা তুঙ্গে
মহাদেবের আরাধনায় মেতেছেন বলি হার্টথ্রব হৃত্বিক রোশন।
212
তিনি একা নন প্রাক্তন স্ত্রী সুজান এবং গোটা পরিবারকে সঙ্গে নিয়েই শিবপুজোয় মেতেছেন অভিনেতা।
312
শিবের মাথায় জল ঢালছেন অভিনেতা হৃত্বিক রোশন।
412
দুই নাতি রিহান ও রিদানকে সঙ্গে নিয়ে শিবপুজোয় মেতেছেন পরিচালক রাকেশ রোশন।
512
দুই ছেলের সঙ্গে সুজান খান। অনুরাগীরা প্রত্যেকেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
612
সাদা সালোয়ার প্রিন্টের ওড়নাতে নজর কেড়েছেন সুজান। শিবের মাথায় জল ঢালছেন সুজান।
712
মহাদেবকে গলায় মালা পরিয়ে আরাধনায় মেতেছেন হৃত্বিক রোশন।
812
আদরের নাতির সঙ্গে খুনসুটিতে মেতেছেন হৃত্বিকের মা পিংকি রোশন।
912
হৃত্বিকের বোনও উপস্থিত ছিলেন এই শিবপুজোয়। বাবা রাকেশ রোশনের সঙ্গে শিবপুজো করছেন তার বোন।
1012
পুরো পরিবারের সঙ্গে হৃত্বিক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের এই পারিবারিক ছবি।
1112
পানভেলের মহাদেবের মন্দিরে গিয়ে মহা শিবরাত্রি পবালন করেছেন অভিনেতা।
1212
মহাদেবকে নিষ্ঠাভরে আরতি করছেনস হৃত্বিকের পরিবার।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos