হৃত্বিক রোশন, কহো না পেয়ার হ্যায় ছবি দিয়ে শুরু সফর। প্রথম ছবি মুক্তি পাওয়ার পরই প্রথম ভ্যালেন্টাইডে। আজও ভোলেনি হৃত্বিক রোশন। প্রথম ছবি যাকে বলে সুপার হিট। কেউ মন দিয়ে বসলো রোহিতকে, কেউ আবার মন দিল রাজকে। তবে হৃত্বিক রোশান জীবনে সব থেকে বেশি প্রেমের প্রস্বাব পেয়েছিলেন সেই বছরই।