কঙ্গনার সঙ্গে কৃষ থ্রি ছবিতে অভিনয় করার পরই রোম্যান্সে জড়িয়ে পরেন হৃত্বিক রোশান।
210
দুজনের মধ্যে ছিল ঘনিষ্ট সম্পর্ক। এমনটাই দাবী করেছিলেন কঙ্গনা রানাওয়াত। কিন্তু একটা সময়ের পর তা অস্বীকার করেন হৃত্বিক।
310
তিনি সাফ জানিয়েছিলেন তিনি কখনই এই সম্পর্কে সেভাবে ছিলেন না। ঘটনাটি ২০১৬ সালের।
410
যখন হৃত্বিক এক সাক্ষাৎকারে কঙ্গনার বিষয় বলেন একজন বোকা প্রাক্তন। এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন কঙ্গনা।
510
এমন কি কেস ফাইলও করেন তিনি হৃত্বিকের বিরদ্ধে। সামনে আসে একের পর এক মেল চালাচালির ছবি।
610
সেই থেকেই চলতে থাকে কেস। ২০২০ সালের ডিসেম্বর মাসে সেই কেস আবারও সামনে উঠে আসে।
710
হৃত্বিকের উকিল এই কেসকে সাইবার সেল থেকে সরিয়ে আনার আবেদন জানিয়েছিলেন।
810
বর্তমানে তা ক্রিমিন্যাল ইন্টালিজেন্স ইউটকে এই কেস ট্রান্সফার করে মুম্বই পুলিশ। সেখান থেকেই সমন যায় হৃত্বিকের কাছে।
910
শনিবার বেলা এগারোটা নাগাত মুম্বই ক্রাইম ব্রাঞ্চে হৃত্বিককে ডেকে পাঠানো হয়। সেখানেই হৃত্বিকের বয়ান রেকর্ড করা হবে।
1010
আগামী দুই সপ্তাদের মধ্যে দুই পক্ষের স্টেটমেন্ট বিস্তারিতভাবে জমা করার নির্দেশ দিয়েছে কোর্ট।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।