হৃত্বিকের কাছে পৌঁছলো মুম্বই ক্রাইম ব্রাঞ্চের সমন, কঙ্গনার অভিযোগের ভিত্তিতে রেকর্ড করা হবে বয়ান

Published : Feb 26, 2021, 05:09 PM ISTUpdated : Feb 26, 2021, 05:11 PM IST

হৃত্বিকের কাছে পৌঁছলো মুম্বই ক্রাইম ব্রাঞ্চের সমন। কঙ্গনা কেসে আবারও খবরের শিরোনামে হৃত্বিক রোশান। কঙ্গনা রানাওয়াতের সঙ্গে নাম জড়িয়ে পড়ার পরই বিপাকে হৃত্বিক রোশন। পুরোনো সম্পর্কের রেশ ধরে আবারও খবরের শিরোনামে হৃত্বিক। 

PREV
110
হৃত্বিকের কাছে পৌঁছলো মুম্বই ক্রাইম ব্রাঞ্চের সমন, কঙ্গনার অভিযোগের ভিত্তিতে রেকর্ড করা হবে বয়ান

কঙ্গনার সঙ্গে কৃষ থ্রি ছবিতে অভিনয় করার পরই রোম্যান্সে জড়িয়ে পরেন হৃত্বিক রোশান। 

210

দুজনের মধ্যে ছিল ঘনিষ্ট সম্পর্ক। এমনটাই দাবী করেছিলেন কঙ্গনা রানাওয়াত। কিন্তু একটা সময়ের পর তা অস্বীকার করেন হৃত্বিক। 

310

তিনি সাফ জানিয়েছিলেন তিনি কখনই এই সম্পর্কে সেভাবে ছিলেন না। ঘটনাটি ২০১৬ সালের। 

410

যখন হৃত্বিক এক সাক্ষাৎকারে কঙ্গনার বিষয় বলেন একজন বোকা প্রাক্তন। এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন কঙ্গনা। 

510

এমন কি কেস ফাইলও করেন তিনি হৃত্বিকের বিরদ্ধে। সামনে আসে একের পর এক মেল চালাচালির ছবি। 

610

সেই থেকেই চলতে থাকে কেস। ২০২০ সালের ডিসেম্বর মাসে সেই কেস আবারও সামনে উঠে আসে। 

710

হৃত্বিকের উকিল এই কেসকে সাইবার সেল থেকে সরিয়ে আনার আবেদন জানিয়েছিলেন। 

810

বর্তমানে তা ক্রিমিন্যাল ইন্টালিজেন্স ইউটকে এই কেস ট্রান্সফার করে মুম্বই পুলিশ। সেখান থেকেই সমন যায় হৃত্বিকের কাছে। 

910

শনিবার বেলা এগারোটা নাগাত মুম্বই ক্রাইম ব্রাঞ্চে হৃত্বিককে ডেকে পাঠানো হয়। সেখানেই হৃত্বিকের বয়ান রেকর্ড করা হবে।

1010

আগামী দুই সপ্তাদের মধ্যে দুই পক্ষের স্টেটমেন্ট বিস্তারিতভাবে জমা করার নির্দেশ দিয়েছে কোর্ট। 

click me!

Recommended Stories