Published : Jan 31, 2021, 12:40 PM ISTUpdated : Jan 31, 2021, 01:12 PM IST
বলিউডে এখন রামায়ণ নিয়ে জল্পনা তুঙ্গে। বেশ কয়েকজন পরিচালকের হাতে রয়েছে রামায়ণের স্ক্রিপ্ট। সেই ছবির প্লট ঘিরেই জল্পনা তুঙ্গে। বিখ্যাত পরিচালক মধু মন্তেনার স্ক্রিপ্টে এবার জুটি বাঁধতে চলেছেন হৃত্বিক ও দীপিকা।