এবার রাবণের ভূমিকায় হৃত্বিক, রামায়ণ ঘিরে বিটাউনে জল্পনা তুঙ্গের

বলিউডে এখন রামায়ণ নিয়ে জল্পনা তুঙ্গে। বেশ কয়েকজন পরিচালকের হাতে রয়েছে রামায়ণের স্ক্রিপ্ট। সেই ছবির প্লট ঘিরেই জল্পনা তুঙ্গে। বিখ্যাত পরিচালক মধু মন্তেনার স্ক্রিপ্টে এবার জুটি বাঁধতে চলেছেন হৃত্বিক ও দীপিকা। 

Jayita Chandra | Published : Jan 31, 2021 7:10 AM IST / Updated: Jan 31 2021, 01:12 PM IST
19
এবার রাবণের ভূমিকায় হৃত্বিক, রামায়ণ ঘিরে বিটাউনে জল্পনা তুঙ্গের

হৃত্বিক রোশান ও দীপিকা পাড়ুকোন জুটি বলিউডে এই প্রথম। এই ডুয়োকে একই সঙ্গে পর্দায় এবার দু দুটি ছবিতে পাওয়া। 

29


ইতিমধ্যেই সিদ্ধার্থ আনন্দের সঙ্গে একটি ছবি সাক্ষর করেছেন এই জুটি। ছবির নাম ফাইটার। এবার পালা রামায়ণের। 

39

কয়েকদিন আগেই বলিউডে ভাইরাল হয়েছিল হৃত্বিক ও দীপিকা একই সঙ্গে কাজ করতে চলেছেন রামায়ণ ছবিতে। ভূমিকা রাম আর সীতা। 

49

কিন্তু কয়েকদিনের মধ্যেই সেই জল্পনা গেল পাল্টে। এবার প্রকাশ্যে এলো হৃত্বিক একই ছবিতে অভিনয় করলেও পাঠ গেল পাল্টে। 

59

হৃত্বিক রোশান আর রামের ভুমিকাতে অভিনয় করছেন না। বরং তাঁকে বেছে নেওয়া হল এবার বারণের ভূমিকাতে। 

69

আগে মহাভারত ছবি শ্যুটিং হওয়ার কথা ছিল। কিন্তু পরিচালক মান্তেনা এবার সেই সিক্যুয়েল পাল্টে ফেললেন। এগিয়ে আনলেন রামায়ণের শ্যুট। 

79

তা ঘিরেই জল্পনা এবার তুঙ্গে। ভিলেন রাবণ ঠিক কতটা নজর কাড়বে দর্শকদের তাই এখন দেখার। হৃত্বিকের সামেন বড় চ্যালেঞ্জ। 

 

89

তবে চরিত্র রামই হোক বা রাবণ, হৃত্বিক যে তার একশো শতাংশ উজার করে দেবে তা আর বলার অপেক্ষা রাখে না। 

99

ভোটের সব খবর জানতে ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলার 'www.bangla.asianetnews.com' -এ।

Share this Photo Gallery
click me!

Latest Videos