স্তন, নিতম্ব পেটের সাইজ নিয়ে চিন্তিত ইলিয়ানা, ছবি শেয়ার করে দিলেন সাফ বয়ান

ইলিয়ানা ডিক্রজ, নিজের ছবির জগতে তিনি জনপ্রিয় হলেও হাতে থাকা ছবির সংখ্যা তুলনা মূলকভাবে কম। ফলে তাঁর সোশ্যাল মিডিয়া পেজ ও হট পোজই নাকি তাঁর বর্তমান পরিচিতি হয়ে উঠেছে। আদেও কি তাই, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এ কী বলতে চাইলেন বলিউড ডিভা 

Jayita Chandra | Published : Oct 3, 2020 5:07 PM IST
18
স্তন, নিতম্ব পেটের সাইজ নিয়ে চিন্তিত ইলিয়ানা, ছবি শেয়ার করে দিলেন সাফ বয়ান

ইলিয়ানা ডিক্রজ বরাবরই নিজের হট ও ছিমছাম লুকেই ভাইরাল। তাঁর সেই ফিগারই এখন ভাবিয়ে তুলেছে ইলিয়ানাকে। 

28

সোশ্যাল মিডিয়া পোস্টের গোড়াতে সেই কথারই উল্লেখ করলেন তিনি। নেই কোনও রাখ ঢাক। 

38

জানালেন তাঁর স্তন, নিতম্ব থাইয়ের আকারে তিনি সন্তুষ্ট নন। তাঁর স্তনযুগল ছোট। 

48

নিতম্বের আকার বড়, এগুলো নিয়ে ভয় হয়। কারণ তিনি মনে করেন তিনি দেখতে সুন্দর নন। তিনি পার্ফেক্ট নন। 

58

মোনোকিনি ও বিকিনিতে ছবি শেয়ার করে এমনই মন্তব্য করে বর্তমানে নেট-পাড়ায় ভাইরাল ইলিয়ানা।

68

তবে কেন এমন কথা লিখলেন তিনি। এরপরই তা খোলসা করেছেন অভিনেত্রী। মন খুলে সমস্যা নিয়ে দিলেন নিজের মত। 

78

জানালেন, তাঁর লুকে যাই ফারাক থাকুক না কেন সৌন্দর্য মানুষের ভেতরের। একটি সুন্দর ফুল যেমন কোনও নির্দিষ্ট মাপ ছাড়াই বেড়ে ওঠে। 

88

ইলিয়ানার এই পোস্ট মুহূর্তে নজর কাড়ে সকলের। যা মানুষকে ভাবতে শেখাবে নিজেকে ভালোবাসতে শেখাবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos