মহিলাদের জন্য বিশেষ একটি দিন হল নারী দিবস। তবে এই নারী দিবস একদিনের জন্য নয়, প্রতিটা দিনই নারী দিবস। একথা বহুবার প্রমাণ করে দিয়েছেন সাহসী নারীরা। ৮ মার্চ সারা বিশ্ব জুড়ে আন্তর্জাতিক নারী দিবস (International Womens Day) দিনটি মহা সমারোহে পালন করা হয়। সারা বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় এই দিনটি ধুমধাম করে পালন করা হয়। নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের প্রশংসা, ভালবাসা প্রকাশ করে এই দিনটিকে পালন করা হয়। মহিলাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সাফল্য অর্জনের উৎসব হিসেবই পালন করা হয় এই দিন। বলিউড অভিনেত্রীরাও একথা বারেবারে প্রমাণ করে দিয়েছেন সিনেমার মধ্যে দিয়েই। তবে ভারতীয় চলচ্চিত্র শিল্প যে পুরুষ আধিপত্য তা কিন্তু ভুললে হবে না। কারণ পুরুষদের ক্ষমতার কথা মাথায় রেখেই বেশিরভাগ চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। তবে হিন্দি সিনেমার সমীকরণ গত কয়েক বছরে পাল্টে গেছে। সাম্প্রতিক দশকে নারীদের উপর ভিত্তি করে নির্মিত কিছু চলচ্চিত্র রয়েছে, যা দর্শকদের মন জয় করেছে। বলিউডের একাধিক নারী কেন্দ্রিক ( Bollywood Women Centric Movie) চরিত্রের মধ্য দিয়ে তারা বুঝিয়ে দিয়েছেন, অর্ধেক বলে কিছু হয় না, নারীর অধিকার সর্বত্র। আন্তর্জাতিক নারী দিবসে দেখে নিন পর্দায় ঝড় তোলা বিশেষ নারীদের, যা আজও দর্শকদের মনে দাগ কেটে রয়েছে।