২০১৮ সালের সুপারহিট ছবিগুলির মধ্যে একটি ছিল সঞ্জয় লীলা বনশালির 'পদ্মাবত'। ছবিতে দীপিকা পাড়ুকোন (Deepika Paducone) , রণবীর সিং ও শহিদ কাপুর অভিনয় করেছেন। ছবিটি চিতোরের রানি পদ্মাবতীর জীবনের উপর নির্মিত। দীপিকা পাড়ুকোন দুর্দান্ত অভিনয় সকলের মন ছুঁয়ে গেছিল। এছাড়াও দীপিকার আরও একটি সিনেমা যেখানে তার কাজ অত্যন্ত প্রশংসিত হয়েছিল। বাবা-মেয়ের সম্পর্কের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছিল 'পিকু' সিনেমাটি। অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন ও ইরফান খানের এই সিনেমা নারী দিবসের দিন দেখে নিতে পারেন।