দীপিকা কি অন্তঃসত্ত্বা, পোস্ট ঘিরে বাড়ছে জল্পনা

তবে কি দীপবীরের-এর জীবনে নতুন কোনও সুখবর আসতে চলেছে। সম্প্রতি পোস্ট করা ছবিকে ঘিরেই  জোর জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। লকডাউনে তারকা থেকে সাধারণ মানুষ সকলেই ঘরবন্দি। লকডাউনে গৃহবন্দি হয়ে একের পর এক বিনোদনের রসগ জোগাচ্ছে দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর। সম্প্রতি একটি ছবি পোস্ট করে জল্পনা উস্কে দিয়েছেন দীপবীর। তবে এই প্রথমবারই নয়, এর আগেও দীপিকার মা হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়।

Riya Das | Published : May 4, 2020 1:00 PM
110
দীপিকা  কি  অন্তঃসত্ত্বা,  পোস্ট ঘিরে বাড়ছে জল্পনা

বলিউডের হট কাপলস-এর কথা বললেই সবার আগে মনে আসে 'দীপবীর'-এর নাম।

210

 তবে জল্পনা নাকি সত্যি? এই নিয়েই দ্বন্ধে রয়েছেন অনুরাগীরা। সম্প্রতি একটি  ছবিকে ঘিরে  জোর জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

310


সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি  ছবি শেয়ার করেছেন দীপিকা। যাকে কেন্দ্র করেই জল্পনা ক্রমশ বাড়ছে।

410

কাঁচা আমের ছবি পোস্ট করেছেন দীপিকা। তার পর থেকে দীপিকা অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন আবারও দানা বেধেছে।

510

কাঁচা আমের মধ্যে লাল লঙ্কার গুড়ো মাখানো ছবি দেখে জিভে জল এসেছে সকলেরই। ছবিটির ক্যাপশনও বেশ নজরকাড়া। সকলের চেয়ে সেরার তকমাও দিয়েছেন অভিনেত্রী।

610

এর মধ্যেই সমস্ত ভক্তরা তার এই পোস্টে সুসংবাদের আশায় রয়েছেন।

710

ভক্তরা অনেকেই লিখেছেন, 'আপনি কি অন্তঃসত্ত্বা'।

810

যদিও এই বিষয় নিয়ে এখনও মুখ খুলতে শোনা যায়নি দীপিকাকে।

910

নিজের পোস্ট করা ছবিতেই তিনি যেন জল্পনাকে আরও একটু বেশি উস্কে দিয়েছেন।

1010

লকডাউনে গৃহবন্দি হয়ে একের পর এক বিনোদনের রসগ জোগাচ্ছে দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos