কাজলের অন্দরমহলে ভাঙলে, বিচ্ছেদের পথে কি হাঁটছেন দুই, বলিউড পাওয়ার কপিলের এই সিদ্ধান্তে তোলপাড় নেটমহল

Published : Apr 09, 2021, 11:00 AM IST

অজয় দেবগন কাজল বলিউডে পাওয়ার কাপলদের মধ্যে অন্যতম। প্রেমের সম্পর্ক থেকে শুরু করে জুটির সংসার জীবন যাপন, বিতর্ককে তুড়ি মেরে উড়িয়ে এসেছেন এই জুটি।

PREV
18
কাজলের অন্দরমহলে ভাঙলে, বিচ্ছেদের পথে কি হাঁটছেন দুই, বলিউড পাওয়ার কপিলের এই সিদ্ধান্তে তোলপাড় নেটমহল

সম্প্রতি খবর ছড়িয়ে পড়ে কাজল অজয় দেবগন আলাদাই রয়েছেন। কারণ নিয়ে একাধিক জল্পনা তুঙ্গে।

28

বিয়ের এত বছর পর আলাদা থাকার সিদ্ধান্ত কেন, তবে কি সম্পর্ক ভাঙতে বসেছে এই জুটির, সন্তানদের ঘিরে কি এই বিচ্ছেদ, প্রশ্ন হাজার একটা।
 

38

কিন্তু এই বিষয়ে বিন্দুমাত্র কান দিতে নারাজ জুটি। সন্তানদের স্বার্থেই বড় সিদ্ধান্ত নিয়েছেন তারা। বেশ কয়েকমাস ধরে থাকছেন আলাদা।

48

পেছনের রহস্যটা হলো বর্তমানে বেশ কিছু ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন অজয় দেবগন। তে ভারত ছাড়া তার পক্ষে সম্ভব নয়।

58

অন্যদিকে এই জুটির মেয়ে বর্তমানে পড়াশুনা করছি সিঙ্গাপুরে। কোভিডের সময় মেয়েকে একা ছাড়তে নারাজ কাজল।

68

তাই তার সবই বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন কাজল। সেখানে একটি ফ্ল্যাট ও কিনেছেন অজয় দেবগন।

78

জাতির দীর্ঘক্ষন সেখানে থাকার কোনো সমস্যা হয় না পড়তে হয় তার পরিবারকে। মেয়ের পড়াশোনার দিকে কোনো ফাঁক রাখতে নারাজ অজয়।

88

এই সাত পাঁচ না ভেবেই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়ে নেন এই জুটি। যার ফলে ছড়িয়ে পড়ে বিচ্ছেদের খবর।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories