বিশ্ব স্বাস্থ্য দিবসে বডি পজিটিভিটি নিয়ে মনের কথা শেয়ার করেছিলেন সায়ন্তনী। সেখানেই নানা প্রশ্নের উত্তরও দেন সায়ন্তনী।স্বাস্থ্য সচেতনতা নিয়ে লাইভ সেশনের মাঝেই কুরুচিকর প্রশ্নের মুখে পড়েন সায়ন্তনী। ব্রা-র সাইজ জানতে চাওয়ায় সায়ন্তনী বলেন, মানসিকতার মধ্যে সাইজকে বন্ধ করুন। স্বাস্থ্য দিবসে মানসিক স্বাস্থ্য ঠিক রাখা সবচেয়ে বেশি জরুরি। সময় চলে এসেছে বডি শেমিং করা বন্ধ করুন। আপনি সহমত হলে হার্ট ইমোজি দিন।