বলি তারকাদের ব্যক্তিগত জীবন থেকে লাভ লাইফ নিয়ে চর্চা অব্যাহত। তার উপর সিদ্ধার্থ ও কিয়ারাকে নিয়ে সরগরম বি-টাউন। বলিউডের প্রেমের কেচ্ছা যেমন দীর্ঘ, তেমনই ব্রেক-আপও প্রতিনিয়ত হয়েই চলেছে। কিছুদিন আগেই শোনা গেছিল, সিদ্ধার্থ ও কিয়ারা আদবানিও নাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
210
যদিও এসব এখন অতীত। সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছেন শেরশাহ জুটি। কিয়ারার সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন সিদ্ধার্থ। করণ জোহরের শো কফি উইথ করণ-এ প্রথমবার নিজের প্রেমের কথা স্বীকার করে নিয়েছেন সিদ্ধার্থ।
310
প্রেম নিয়ে প্রকাশ্যে মুখ না মুখলেও তাদের নিয়ে চর্চা লেগেই রয়েছে। বলি অভিনেত্রী কিয়ার আদবানি এবং সিদ্ধার্থ মলহোত্রার প্রেম যেন বলিপাড়ার টক অফ দ্য টাউন।এবার বলিপাড়ার অন্দরে কান পাতলেই সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে।
410
সম্প্রতি সিদ্ধার্থ ও কিয়ারার একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে যা নিয়ে চর্চার শুরু। যেখানে একসঙ্গে একফ্রেমে দেখা দিয়েছে বলিপাড়ার হট জুটিকে। দুজনের সাজই চোখে পড়ার মতো। যা নিয়ে বিয়ের জল্পনা দানা বেঁধেছে।
510
হলুদ রঙের লেহেঙ্গা, কানে বড় ঝুমকো,খোলা চুল, হালকা মেকআপে লাস্যময়ী কিয়ারা। অন্যদিকে সবুজ রঙের শেরওয়ানি পরেছেন সিদ্ধার্থ মলহোত্রা। অভিনেতাকে দেখে চোখ কপালে উঠেছে ভক্তদের। একফ্রেমে লাভবার্ডসের দেখার পর থেকে নেটপাড়ায় বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে।
610
আসলে কোনও বস্ত্র বিপণির বিজ্ঞাপনের শ্যুটের সময়েই এই ভিডিওটি করা হয়েছে। আর তা দেখেই বিয়ের চর্চা শুরু হয়েছে। প্রেমে মজেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। তারকা জুটিকে একফ্রেমে দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। এই ভিডিওই এখন নেটদুনিয়ার হটকেক।
710
সিদ্ধার্থ ও কিয়ারাকে বাস্তবেও এই ফ্রেমে দেখতে চান অনুরাগীরা। পর্দা আর বাস্তব যেন মিশে গেছে। নেটিজেনদের একজন মন্তব্য করেছেন, দেখে মনে হচ্ছে ওঁদের বিয়ে হয়ে গেছে। এর বাইরে অন্য কিছু মানতে মোটেই রাজি নই। এবং এই ব্যক্তির মন্তব্যে অনেকেই রাজি।
810
অন্য একজন লিখেছেম, কিয়ারা সিদ্ধার্থকে খুবই ভালবাসে, ওর চোখই সে কথা বলে দিচ্ছে, অন্যজন লেখেন, সঙ্গীতের দিনও এরকম লাগবে দেখতে। তবে বিজ্ঞাপনী শ্যুটে সিদ্ধার্থ ও কিয়ারা দেখে ভক্তদের যা অবস্থা, আসল বিয়ের সময় যে কী অবস্থা হবে তা নিয়ে যথেষ্ঠ চিন্তা বাড়ছে।
910
বলিউডের চকোলেট বয় সিদ্ধার্থ মলহোত্রা যেন সকলের নয়নের মণি। অভিনয় দক্ষতা,স্টাইল স্টেটমেন্ট দিয়ে নেটিজেনদের মন জয় করে নিয়েছেন সিদ্ধার্থ মলহোত্রা। অভিনেতার ব্যক্তিগত জীবন থেকে লাভ লাইফ নিয়ে কেচ্ছা চলেই আসছে। কিয়ারার সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন সিদ্ধার্থ।
1010
অনেকেই মনে করেন 'শেরশাহ' ছবির সেটে প্রথম দেখা হয়েছে সিদ্ধার্থ ও কিয়ারার। কিন্তু তা মোটেই নয়, বরং একসঙ্গে ছবি করার আগে নেটফ্লিক্সের 'লাস্ট স্টোরিজ'-এর পার্টিতে তাদের প্রথম দেখা হয়েছিল। 'শেরশাহ' অভিনয় করার অনেক আগে থেকে সিডকে আমি চিনি। করণ তখন বলে ওঠেন হ্যাঁ অনেক আগে। যার উত্তরে কিয়ারা বলেন, হ্যাঁ লাস্ট স্টোরিজের ব়্যাপ পার্টি থেকেই একে অপরকে চিনি। এবং ওই ব়্যাপ পার্টিতেই প্রথমবার কাছ থেকে সিদ্ধার্থকে দেখেছিলাম।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।