দিওয়ালির আগেই বিষাদের সুর জ্যাকির পরিবারে। দীর্ঘদিনের বয়ফ্রেন্ড ইবানের সঙ্গে সম্পর্ক ছেড়ে বেরিয়ে এলেন জ্যাকি কন্যা কৃষ্ণা শ্রফ। বিনোদনের জগতে ততটা জনপ্রিয় না হলে সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় জ্যাকি কন্যা। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে সমস্ত ছবি ডিলিট করে ফ্যানক্লাবকে স্পষ্ট জানিয়েছেন তারা আর একসঙ্গে থাকছেন না। দীপাবলির আগেই বিচ্ছেদের খবরে সুর কাটল জ্যাকি শ্রফের বাড়িতে।