এত ছোট বয়স থেকে একে অন্যকে চিনতেন, জ্যাকলিন-সলমনের ছবি দেখে চমকে গেল নেটবাসী

Published : Dec 28, 2020, 12:00 PM IST

সলমনের জন্মদিনে বিশেষ পার্টি, হাজির জ্যাকলিন। কেবল উপস্থি থেকেই নয়, সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত এক ছবি শেয়ার করে শুভেচ্ছা জানালেন সুপারস্টারকে। দেখুন সেই ছবি...

PREV
17
এত ছোট বয়স থেকে একে অন্যকে চিনতেন, জ্যাকলিন-সলমনের ছবি দেখে চমকে গেল নেটবাসী

বিগ বসের সেটে জন্মদিন সেলিব্রেশন। ২৭ ডিসেম্বর ৫৫তে পা দিলেন ভাইজান। সেই উপলক্ষ্যেই সেলিব্রেশন তুঙ্গে। 

27

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যাকলিন। জ্যাকলিনের উপস্থিতিতেই কেক কেটে সেলিব্রেশনে মাতলেন সুপারস্টার। 

37

খালি হাতে নয়। সলমেন জন্য হাতে এক গোঠা লাল গোলাপ নিয়ে গিয়েছিলেন জ্যাকলিন। সেই ছবিও মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট পাড়ায়। 

47
అయితే జాక్వెలిన్‌ ఇన్‌స్టా ద్వారా సల్మాన్‌కి బర్త్‌ డే విషెస్‌ తెలిపిన విధానం ఆకట్టుకుంటోంది. ఇందులో ఆమె `కిక్` సినిమా టైమ్‌లోని ప్రెస్‌మీట్‌లో సల్మాన్‌తో ఉన్న ఫోటోని పంచుకుంటూ అందులో ఇద్దరి ఫేస్‌లను చిన్న పిల్లలుగా మార్ఫింగ్‌ చేసింది.
57

এই ছবি শেয়ার হতেই কমেন্ট বক্স ভরে উঠল প্রশ্নে, এত কম বয়স থেকেই এনারা দুজন দুজনকে চিনতেন। 

67

বিষয়টা ঠিক এর উল্টো। বেবি ফিল্টার করে তৈরি করা এই ছবি দিয়েই শুভেচ্ছা জানিয়েছিলেন জ্যাকলিন। 

77

লকডাউনে দীর্ঘদিন একই সঙ্গে ছিলেন এই দুই স্টার। তার মাঝে শ্যুট করেছিলেন একটি গানও। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories