Published : Sep 03, 2020, 05:30 PM ISTUpdated : Sep 03, 2020, 05:31 PM IST
ছন্দে ফেরাই কি তবে বাড়িয়ে তুলল বিপদ! মহারাষ্ট্রে বর্তমানে করোনা ভাইরাসের থাবা সব থেকে বেশি। যার ফলে একের পর এক বলিউড সেলেব মহল আক্রান্ত হয়ে পড়ছে। কেবিসি সেটে করোনার থাবার পর এবার জ্যাকলিনের সেটে করোনা বসালো থাবা।