করোনার হানা এবার জ্যাকলিনের সেটে, তড়িঘড়ি কোভিড সেস্ট করালেন বলিউড ডিভা

Published : Sep 03, 2020, 05:30 PM ISTUpdated : Sep 03, 2020, 05:31 PM IST

ছন্দে ফেরাই কি তবে বাড়িয়ে তুলল বিপদ! মহারাষ্ট্রে বর্তমানে করোনা ভাইরাসের থাবা  সব থেকে বেশি। যার ফলে একের পর এক বলিউড সেলেব মহল আক্রান্ত হয়ে পড়ছে। কেবিসি সেটে করোনার থাবার পর এবার জ্যাকলিনের সেটে করোনা বসালো থাবা। 

PREV
18
করোনার হানা এবার জ্যাকলিনের সেটে, তড়িঘড়ি কোভিড সেস্ট করালেন বলিউড ডিভা

একের পর এক বলিউড স্টারেরা কোভিডে আক্রান্ত হচ্ছেন। ফআশাপাশি স্বাভাবিকের পথে বিটাউন। 

28

এমনই পরিস্থিতিতে ধীরে ধীরে শ্যুটিং সেটে ফিরছেন সকলেই। সম্প্রতি একটা নতুন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন জ্যাকলিন। 

38

লকডাউনে ভাইরাসের থেকে বাঁচতে সলমন খানের ফার্ম হাউসেই ছিলেন জ্যাকলিন। লকডাউন উঠতেই আবারও শ্যুটিং সেটে হাজির জ্যাকলিন। 

48

নয়া ব্রান্ডের জন্য প্রোমো শ্যুট করছিলেন জ্যাকলিন। এবারে সেই সেটেরই দুজনের শরীরে ধরা পড়ল করোনা ভাইরাস। 

58

খবর পাওয়া মাত্রই জ্যাকলিনেরও কোভিড টেস্ট করানো হল। রিপোর্ট নেগেটিভ হলেও বাড়িতেই রয়েছেন তিনি। 

68

বর্তমানে শ্যুট বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও ওই দুই সদস্যের শরীরে ছিল না কোনও উপসর্গ। তাই তাঁরা বাড়িতেই রয়েছেন।

78

জ্যাকলিনও এখন বাড়িতেই রয়েছেন। কিছু দিনের জন্য বন্ধ থাকবে শ্যুট। সংস্পর্শে আসা সকলেরই কোভিড সেস্ট করা নো হয়েছে। 

88

একই দিনে খবর মিলল কেবিসি ২ এর সেটে করোনা আক্রান্তের। যার ফলে বন্ধ হল সেই শ্যুটও। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories