উদ্দাম যৌনতায় মত্ত জ্যাকলিন, মুখে জ্বলজ্বল করছে লাভ বাইট, 'নোংরা' বলে কটাক্ষ সাইবারবাসীর


গত এক বছর ধরেই বিতর্ক-সংবাদের শিরোনামে রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ।  তবে শুধু নাম জড়ানোই নয়, একাধিকবার প্রেমিক সুকেশের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁস হওয়ার পর থেকেই জ্যাকলিন নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়াতেই বড়সড় বিপাকে পড়েছেন বলি নায়িকা। তবে শুধু নাম জড়ানোই নয়, একাধিকবার প্রেমিক সুকেশের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁস গেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে জ্যাকলিনের ছবিতে গলায় দেখা গেছে লাভ বাইটস, যা সুকেশের ভালবাসার চিহ্ন বলেই ধরে নিয়েছেন নেটিজেনদের একাংশ। ঘনিষ্ঠ ছবি ফাঁস হতেই চরম ট্রোলের মুখে পড়েছেন জ্যকলিন। এবার ডান্স ক্লাস থেকে বেরানোর সময় জ্যাকলিনের মাখনের মতো ঝা চকচকে গালে ধরা পড়ল লাভ বাইটস, যা নিয়ে ফের শিরোনামে উঠে এসেছেন নায়িকা।

Riya Das | Published : May 21, 2022 10:12 AM
110
উদ্দাম যৌনতায় মত্ত জ্যাকলিন, মুখে জ্বলজ্বল করছে লাভ বাইট, 'নোংরা' বলে কটাক্ষ সাইবারবাসীর

২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের।  প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়াতেই বড়সড় বিপাকে পড়লেন বলি নায়িকা । জ্যাকলিন ফার্ণান্ডেজ এবং সুকেশ চন্দ্রশেখরের অন্তরঙ্গ সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই নেটদুনিয়ায়। 
 

210

সম্প্রতি সালোয়ার কামিজে দেখা গেল জ্যাকলিন ফার্নান্ডেজকে। ডান্স ক্লাস থেকে বেরানোর সময় জ্যাকলিনের মাখনের মতো ঝা চকচকে গালে ধরা পড়ল লাভ বাইটস, যা নিয়ে ফের শিরোনামে উঠে এসেছেন নায়িকা। 

310

ডান্স ক্লাস থেকে বেরানোর সময় জ্যাকলিনের হাতে একটা বড় সাইজের জলের বোতল দেখা যায়। ক্লাস থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে যান নায়িকা। কিন্তু ক্যামেরার পাশ দিয়ে যাওয়ার সময়েই গালে কালো দাগ স্পষ্ট দেখা যায়। যা লাভ বাইট বলছে সাইবারবাসী।

410

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার প্রেমিক সুকেশের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁস গেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে জ্যাকলিনের ছবিতে গলায় দেখা গেছে লাভ বাইট, যা সুকেশের ভালবাসার চিহ্ন বলেই ধরে নিয়েছেন নেটিজেনদের একাংশ। ঘনিষ্ঠ ছবি ফাঁস হতেই চরম ট্রোলের মুখে পড়েছিলেন জ্যকলিন। 

510


বি-টাউনের অন্দরে কান পাতলেই তাদের নিয়ে জোর জল্পনা শোনা যাচ্ছে। দিনকয়েক আগেই জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে ইডি। সূত্র থেকে জানা গিয়েছে, প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক তছরূপের মামলায় ৭ কোটির টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।  

610

কয়েক মাস আগেও লুকআউট নোটিস জারি হয়েছিল জ্যাকলিনের বিরুদ্ধে। এমনকী গত ডিসেম্বর মাসেই দুবাই যাওয়ার সময় বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়। এবার ১৫ দিনের জন্য দেশের বাইরে যেতে চান জ্যাকলিন, সেইমতো দিল্লির এক আদালতে আবেদনও করেছেন নায়িকা, দেশের বাইরে যাওয়ার অনুমতি আদৌ মিলবে জ্যাকলিনের, তা নিয়েও জোর জল্পনা চলছে।
 

710

টিনসেল টাউনে তাকে নিয়ে চর্চা লেগেই চলেছে। এই কারণেই  সোশ্যাল মিডিয়া থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। ছবি-ভিডিও দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিলেন। একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফিরতেই ফের কটাক্ষের মুখে পড়েছেন বলি নায়িকা।

 

810

সূত্র থেকে জানা গিয়েছে, প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক তছরূপের মামলায় ৭ কোটির টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের কাছ থেকে। এমনকী ইডি-জেরায় সমস্ত গোপন তথ্যও ফাঁস করেছেন জ্যাকলিন।
 

910


মিডিয়া রিপোর্ট সূত্রে জানা গিয়েছে জ্যাকলিনের ৭.২৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। যার মধ্যে ৭.১২ কোটি টাকা এফডি করা। ইডি অনুমান করছে প্রতারণার ৫.৭১ কোটি টাকা জ্যাকলিনকে দিয়েছিল সুকেশ। আরও জানা গেছে, জ্যাকলিনকে প্রায় ১ লাখ ৭৩ হাজার মার্কিন ডলার ও ২৭ হাজার অষ্ট্রিলিয়ান ডলার দিয়েছিল প্রতারক সুকেশ চন্দ্রশেখর। 

1010

এর আগে জ্যাকলিনকে একাধিকবার জেরা করেছে জ্যাকলিনকে।  জ্যাকলিনের মন জিততেই  কোটি কোটি টাকার উপহার দিয়েছিলেন সুকেশ চন্দ্রশেখর । সব মিলিয়ে নাকি সুকেশ ১০ কোটি টাকার উপহার দিয়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজকে  । সম্প্রতি ইডি-র জেরায় সমস্ত কিছু স্বীকার করেছেন সুকেশ চন্দ্রশেখর ।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos