কয়েক মাস আগেও লুকআউট নোটিস জারি হয়েছিল জ্যাকলিনের বিরুদ্ধে। এমনকী গত ডিসেম্বর মাসেই দুবাই যাওয়ার সময় বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়। এবার ১৫ দিনের জন্য দেশের বাইরে যেতে চান জ্যাকলিন, সেইমতো দিল্লির এক আদালতে আবেদনও করেছেন নায়িকা, দেশের বাইরে যাওয়ার অনুমতি আদৌ মিলবে জ্যাকলিনের, তা নিয়েও জোর জল্পনা চলছে।