বলিউডের নামীদামী পরিচালকদের অনেকেরই এখন পছন্দের তালিকার প্রথমে থাকেন জাহ্নবী কাপুর। পরিচালক আনন্দ এল রাইয়ের গুড লাক জেরিতে কাজ করছেন এই বলি ডিভা। এছাড়াও দোস্তানা টু-তে দেখা যাবে জাহ্নবীর জাদু। সেই সঙ্গে তখত ছবিতে বলিউডের প্রথমসারির নায়িকা করিনা কাপুর, রণবীর সিং, অনিল কাপুরের মত তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন জাহ্নবী।