উদ্ভোধনী অনুষ্ঠানে পৌঁছাতে দেরী, লক্ষ্নৌতে ভক্তদের ভিড়ে নাজেহাল জাহ্নবী

লক্ষ্নৌতে জনতার ভিড়ের মধ্যে নাজেহাল দশা হল জাহ্নবী কাপুরের। সেখানের শহীদ পাথে একটি শপিং মলের ভিতর দোকানের উদ্ভোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন এই বলি অভিনেত্রী। কিন্তু ,সেখানে গিয়ে এক অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পরেন রুহি নায়িকা। ভক্ত আর দর্শকের ভিড়ের মাঝে পড়ে একেবারে হাসফাঁস করছিলেন বলিউডের গ্ল্যামডিভা জাহ্নবী কাপুর। 

Kasturi Kundu | Published : Apr 9, 2022 11:09 AM IST
18
উদ্ভোধনী অনুষ্ঠানে পৌঁছাতে দেরী, লক্ষ্নৌতে ভক্তদের ভিড়ে নাজেহাল জাহ্নবী

লক্ষ্নৌতে জনতার ভিড়ের মধ্যে নাজেহাল দশা হল জাহ্নবী কাপুরের। সেখানের শহীদ পাথে একটি শপিং মলের ভিতর দোকানের উদ্ভোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন এই বলি অভিনেত্রী। কিন্তু ,সেখানে গিয়ে এক অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পরেন রুহি নায়িকা। ভক্ত আর দর্শকের ভিড়ের মাঝে পড়ে একেবারে হাসফাঁস করছিলেন বলিউডের গ্ল্যামডিভা জাহ্নবী কাপুর। 

28

প্রিয় নাায়িকাকে কাছে পেয়ে যেন খুশির বাঁধ ভেঙেছিল ভক্তদের। সকলে তাঁর সঙ্গে সেলফি তুলতে একেবারে উদগ্রীব হয়ে ওঠে। কিন্তু এত ভিড়ের দেখে একপ্রকার ভয় পেয়ে যান জাহ্নবী। এই পরিস্থিতি থেকে বেড়নোর চেষ্টা করেন জাহ্নবী। অনুষ্ঠানে বেশ খানিকটা দেরিতে পৌঁছান ধড়ক নায়িকা। পরে যখন এসে পৌঁছালেন তখন তাঁর সঙ্গে ছিল ২০ জন বাউন্সার বা দেহরক্ষী। 

38

জাহ্নবী এই দোকান উদ্ভোধন করতে এলে খুব স্বভাবিকভাবহেই  সেখানে ভিড়  জমেছিল। রাত ৮ টা ৩০ মিনিটে জাহ্নবীর পৌঁছানোর কথা ছিল। কিন্তু প্রায় দেড় ঘন্টা দেরিতে পৌঁছান নায়িকা। সেই সময় ভিড় আরও বাড়তে থাকে। ফলে একটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কয়েক জনের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতিও হয়। 

48

নায়িকাকে এত কাছ থেকে দেখার সুযোগ কেও হাতছাড়া করতে চায় নি। তবে নায়িকাকে দেখার বাসনায় একটা মেয়ে সেই ভিড়ের মাঝে পড়ে যায়। মাথায় তাঁর আঘাত পর্যন্ত লাগে। তবে সেখানে উপস্থিত এক নিরাপত্তারক্ষীর জন্য খুব বেশী ক্ষতি হয় নি মেয়েটির। আসলে নায়িকার দেহরক্ষীরা ভিড় এড়াতে প্রত্যেককে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেলেন। 
 

58

 লক্ষ্নৌতে নাকি এইরকম ঘটনা আগে কখনও ঘটেনি। নির্ধারিত সময়ের দুঘন্টা পরে জাহ্নবী সেখানে পৌঁছানোর জন্যই এত বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছিল সে কথা বলাই বাহুল্য। কিন্তু নায়িকার আগমনের পর সেখানে চমর বিশৃঙ্খলতার সৃষ্টি হয়েছিল। 

68

রুহি নায়িকা থুরি, জাহ্নবী কাপুরের  উপস্থিতিতে লক্ষ্নৌর সেই শপিং মলে তৈরি হওয়া এই বিশৃঙ্খল পরিস্থিতিকে একপ্রকার অস্বীকার করেছেন দোকানের মুখপাত্র। তিনি অকপটে বলে দেন যে, সেখানে নাকি পর্যাপ্ত নিরাপত্তারক্ষী ছিল। আর যে ভিড়টুকু জমেছিল সেটা খুব স্বভাবিক।

78

একজন স্টারকে দেখে সাধারণ মানুষের যেমন সেলফি তুলতে চায় সেখানেও সেইরকমই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কিন্তু এত ভিড়ের মাঝে সকলের সঙ্গে সেলফি তোলা সম্ভব ছিল না। তাই একটু বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

88

নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরে এসে উদ্ভোধনী অনুষ্ঠানে পৌঁছান বলি নায়িকা জাহ্নবী কাপুর। তাই খুব বেশীক্ষন সেখানে থাকতে পারেন নি। একটা ফটোশ্যুট করেই সেখান থেকে চলে গিয়েছেন নয়িকা।  

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos