তবে এবার এই ছবি শেয়ার করতেই ফাঁস হল গোপন তথ্য। জাহ্নবীর হাতের ট্যাটু, প্রকাশ্যে এলো সেই ছবি, মুহূর্তে তা ভাইরাল হল নেট দুনিয়ায়। আয়নার সামনে তোলায় তা বেশ খানিক অস্পষ্ট হলেও জাহ্নবীর এই নতুন ফান্ডা এবার ভক্তদের কাছে জানা, সম্প্রতি বেশ কিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন জাহ্নবী কাপুর।