নিতম্ব থেকে বক্ষযুগল পুরোটাই প্লাস্টিক সার্জারি, কিমের সঙ্গে তুলনা টেনে কটাক্ষ জাহ্নবীকে

স্টারকিডদের নিয়ে উত্তেজনার পারদ সর্বদাই তুঙ্গে থাকে। পুরোনো ইমেজ ঝেড়ে ফেলে নেটদুনিয়ার হট সেনসেশন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। বলিউডে জাহ্নবীর অভিষেক হয়েছিল 'ধড়ক' সিনেমায়। এই কয়েক বছরের মধ্যে সিনেমার সংখ্যা হাতে গোনা গেলেও প্রেমিকের সংখ্যাটা তার নেহাতই কম নয়, সেটা বেশ দীর্ঘ। একের পর এক সম্পর্কে  থেকে বিতর্কে জড়িয়েছেন জাহ্নবী কাপুর। যদিও প্রেম নিয়ে বরাবরই স্পিকটি নট জাহ্নবী। বি-টাউনের সেক্সিয়েস্টদের তালিকায় প্রথম সারিতেই রয়েছে জাহ্নবী কাপুর। সর্বদাই নেটদুনিয়ায় আগুন জ্বালাতে সিদ্ধহস্ত শ্রী-কন্যা। এবার  পোশাকের কারণে কটাক্ষের শিকার হলেন জাহ্নবী কাপুর। অনেকের তার সাজপোশাক দেখে হলিউড নায়িকা কিম কার্দাশিয়ানের সঙ্গে তুলনা টেনেছেন। পুরস্কার অনুষ্ঠানের মঞ্চে এসে প্লাস্টিক কুইনের তকমা জুটল জাহ্নবীর। 

Riya Das | Published : Apr 2, 2022 5:28 PM
110
নিতম্ব থেকে বক্ষযুগল পুরোটাই প্লাস্টিক সার্জারি, কিমের সঙ্গে তুলনা টেনে কটাক্ষ জাহ্নবীকে

বি-টাউনের সেক্সিয়েস্টদের তালিকায় প্রথম সারিতেই রয়েছে জাহ্নবী কাপুর। সর্বদাই নেটদুনিয়ায় আগুন জ্বালাতে সিদ্ধহস্ত শ্রী-কন্যা। এবার  পোশাকের কারণে কটাক্ষের শিকার হলেন জাহ্নবী কাপুর। অনেকের তার সাজপোশাক দেখে হলিউড নায়িকা কিম কার্দাশিয়ানের সঙ্গে তুলনা টেনেছেন। 

210

সম্প্রতি বলিউডের একটি পুরস্কারপ্রদান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। সেখানেই নির্মম ভাবে ট্রোলড হয়েছেন জাহ্নবী কাপুর। তিনি যেমন সাহসী,তেমনই সাজপোশাকেও সাহসীকতার ছাপ রাখতে পিছপা হননা জাহ্নবী কাপুর।

310

স্লিভলেস সিক্যুইনের গাউনে, টেনে বধা পনি টেল। শরীরে বিশেষ কোনও অলঙ্কার নেই। ন্যুড মেকআপে গর্জিয়াস জাহ্নবী। এই পোশাকে জাহ্নবীকে দেখেই কিম কার্দাশিয়ানের সঙ্গে তুলনা টেনেছেন নেটিজেনরা।

410

শ্রী কন্যাকে এই পোশাকে দেখে নেটিজেনরা অনেকেই বলছেন, হুবহু একই সাজে নাকি হলিউডের রেড কার্পেটে ধরা দিয়েছিলেন কিম কার্দাশিয়ান। অনেকেই বলেছেন তিনি নাকি নকল করেছেন কিম কার্দাশিয়ানকে। এবার পুরস্কার অনুষ্ঠানের মঞ্চে এসে প্লাস্টিক কুইনের তকমা জুটল জাহ্নবী কাপুরের। 

510

নেটিজেনরা আরও মন্তব্যে জানিয়েছেন, শরীরী আকর্ষণ বাড়াতেই নাকি প্লাস্টিক সার্জারি করিয়েছেন জাহ্নবী কাপুর। যদিও পুরো বিষয়টি নিয়ে স্পিকটি নন জাহ্নবী কাপুর। তবে শ্রী-কন্যাকে নিয়ে জোর চর্চা চলছে নেটপাড়ায়।

610

বি-টাউনে ন্যাচারাল বিউটির সংখ্যা প্রায় হাতে গোনা। যত দিন যাচ্ছে ততই যেন কৃত্রিম সুন্দরের প্রতি চাহিদা বাড়ছে।  কখনও নোজ জব তো কখনও লিপ জব, কখনও আবার ব্রেস্ট সার্জারি। নিজেক সুন্দর রাখতে অনেক কিছুই পাল্টে ফেলছেন তারকারা। 

710

বলিউডে প্লাস্টিক সার্জারির চল বহু দিন ধরেই চলেছে। টিনসেন টাউনের একাধিক অভিনেত্রীরাই ছুরি-কাঁচি চালিয়ে সুন্দরের প্রতিযোগিতায় নিত্যদিন দৌঁড়ে চলেছেন। তবে এ নতুন কিছু নয়। শরীরের যে অংশ অপছন্দ সেখানেই চালিয়ে দেন ছুরি-কাঁচি। তারপর সেরাটা নিয়ে আসেন সকলের সামনে। সেই তালিকায় রয়েছেন বলি অভিনেত্রী জাহ্নবী কাপুর।

810


স্কিনফিট পোশাকে ঠিকরে বেরোচ্ছে বক্ষযুগল,  মারকাটারি চাবুক ফিগার, মেদহীন কটিদেশ, শ্রীদেবী কন্যা জাহ্নবী যেন নেটদুনিয়ার হট সেনসেশনে। একের পর এক বোল্ড ফোটোশ্যুটে পুরুষদের রাতের ঘুম কাড়তে সিদ্ধহস্ত  জাহ্নবী।জাহ্নবী কাপুরের শরীরী নেশায় পুড়ে ছাই নেটিজেনরা। রাতারাতি সোশ্যাল মিডিয়ার পুরো অ্যাটেনশনটাই কেড়ে নিয়েছেন শ্রী কন্যা। 

910


বি-টাউনের সেক্সিয়েস্টদের তালিকায় প্রথম সারিতেই রয়েছে জাহ্নবী কাপুর। সর্বদাই নেটদুনিয়ায় আগুন জ্বালাতে সিদ্ধহস্ত শ্রী-কন্যা। বোল্ড অ্যান্ড সেক্সি পোশাকে সকলের মধ্যে রাতের ঘুম কেড়ে নিয়েছেন জাহ্নবী কাপুর । 

 

1010

ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে  'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'-র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন জাহ্নবী কাপুর।  যার ফার্স্ট লুকও সম্প্রতি প্রকাশিত হয়েছে।  ছবিতে জাহ্নবীর বিপরীতে দেখা যাবে রাজকুমার রাওকে। এছাড়া বেশ কিছু ছবিও রয়েছে জাহ্নবীর ঝুলিতে। আপকামিং ছবি 'গুড লাক জেরি', 'দোস্তানা ২', 'তখত'-এ  দেখা যাবে জাহ্নবী কাপুরকে। এছাড়াও আসন্ন ছবি 'মিলি'-র শুটিংও শেষ করে ফেলেছেন নায়িকা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos