মা হওয়ার পর থেকেই প্রিয়ঙ্কাকে (Priyanka Chopra -Nick Jonas) ঘিরে অনুরাগীদের কৌতুহল তুঙ্গে। তাদের সন্তানকে একঝলক দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা, এখানেই শেষ নয়, সন্তানের নাম কী রাখলেন, তাও বারবার জানতে চাইছেন। তবে নিক ও প্রিয়ঙ্কা মেয়ের পুরো বিষয়টাই গোপনীয়তার মধ্যে রাখতে চাইছেন।