লো নেক পোশাকে ঠেলে বেরোচ্ছে বক্ষ-বিভাজিকা, লাস্যে ভরা শরীরে আগুন জ্বালালেন সেক্সবম্ব জাহ্নবী


বোল্ড অ্যান্ড সেক্সি পোশাকের জন্যই শিরোনামে উঠে রাতের ঘুম কেড়ে নিয়েছেন জাহ্নবী কাপুর। নেটপাড়ার সাহসী অভিনেত্রীর তকমা ইতিমধ্যেই জুড়ে গিয়েছে জাহ্নবীর সঙ্গে। পুরোনো ইমেজ ঝেড়ে ফেলে নেটদুনিয়ার হট সেনসেশন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। স্টারকিড নিয়ে উত্তেজনার পারদ সর্বদাই তুঙ্গে থাকে। বি-টাউনের সেক্সিয়েস্টদের তালিকায় প্রথম সারিতেই রয়েছে জাহ্নবী কাপুর। সর্বদাই নেটদুনিয়ায় আগুন জ্বালাতে সিদ্ধহস্ত শ্রী-কন্যা। 

Riya Das | Published : Oct 18, 2022 4:40 AM IST
110
 লো নেক পোশাকে ঠেলে বেরোচ্ছে বক্ষ-বিভাজিকা, লাস্যে ভরা শরীরে আগুন জ্বালালেন সেক্সবম্ব জাহ্নবী

বলিউডে শ্রীদেবী কন্যা হিসেবে বি-টাউনে পরিচিত হলেও সম্পূর্ণ নিজের দক্ষতায় আজ প্রতিষ্ঠিত হয়েছেন জাহ্নবী কাপুর। মারকাটারি চাবুক ফিগার, মেদহীন কটিদেশ, শ্রীদেবী কন্যা জাহ্নবী যেন নেটদুনিয়ার হট সেনসেশন। একের পর এক বোল্ড ফোটোশ্যুটে পুরুষদের রাতের ঘুম কাড়তে সিদ্ধহস্ত জাহ্নবী ।

210

নেটপাড়ার সাহসী অভিনেত্রীর তকমা ইতিমধ্যেই জুড়ে গিয়েছে জাহ্নবীর সঙ্গে। পুরোনো ইমেজ ঝেড়ে ফেলে নেটদুনিয়ার হট সেনসেশন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। স্টারকিড নিয়ে উত্তেজনার পারদ সর্বদাই তুঙ্গে থাকে। বি-টাউনের সেক্সিয়েস্টদের তালিকায় প্রথম সারিতেই রয়েছে জাহ্নবী কাপুর। সর্বদাই নেটদুনিয়ায় আগুন জ্বালাতে সিদ্ধহস্ত শ্রী-কন্যা। 

310

 নিজের সোশ্যাল মিডিয়ায় হট অ্যান্ড বোল্ড লুকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন জাহ্নবী কাপুর। লো নেক  স্কিনফিট পোশাকে ঠিকরে বেরোচ্ছে বক্ষযুগল,  মারকাটারি চাবুক ফিগার, মেদহীন কটিদেশ, শ্রীদেবী কন্যা জাহ্নবী যেন নেটদুনিয়ার হট সেনসেশন।

410

একের পর এক বোল্ড ফোটোশ্যুটে পুরুষদের রাতের ঘুম কাড়তে সিদ্ধহস্ত  জাহ্নবী।জাহ্নবী কাপুরের শরীরী নেশায় পুড়ে ছাই নেটিজেনরা। রাতারাতি সোশ্যাল মিডিয়ার পুরো অ্যাটেনশনটাই কেড়ে নিয়েছেন শ্রী কন্যা। মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

510

পুরোনো ইমেজ ঝেড়ে ফেলে নেটদুনিয়ার হট সেনসেশন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর।  স্টারকিডদের নিয়ে উত্তেজনার পারদ সর্বদাই তুঙ্গে থাকে। বি-টাউনের সেক্সিয়েস্টদের তালিকায় প্রথম সারিতেই রয়েছে জাহ্নবী কাপুর। সর্বদাই নেটদুনিয়ায় আগুন জ্বালাতে সিদ্ধহস্ত শ্রী-কন্যা। বোল্ড অ্যান্ড সেক্সি পোশাকের জন্যই শিরোনামে উঠে রাতের ঘুম কেড়ে নিয়েছেন জাহ্নবী কাপুর।

610


বিকিনি থেকে ওয়েস্টার্ন , শাড়ি থেকে পশ্চিমী পোশাক সবেতেই ঝড় তুলছেন জাহ্নবী কাপুর। সম্প্রতি বাটারফ্লাই টপে নেটদুনিয়ায় ঝড় তুললেন জাহ্নবী কাপুর। সুপার সেক্সি অবতারে বক্ষ বিভাজিকায় যেন আগুন জ্বলছে। ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

710


শ্রীদেবী কন্যা  জাহ্নবী কাপুরকে নিয়ে উত্তেজনার শেষ নেই ভক্তদের। নেটপাড়ার সাহসী অভিনেত্রীর তকমা ইতিমধ্যেই জুড়ে গিয়েছে জাহ্নবীর সঙ্গে। স্টারকিডদের নিয়ে উত্তেজনার পারদ সর্বদাই তুঙ্গে থাকে। বি-টাউনের সেক্সিয়েস্টদের তালিকায় প্রথম সারিতেই রয়েছে জাহ্নবী কাপুর।

810

ফ্যাশন স্টেটমেন্টে  প্রতিনিয়তই ঝড় তুলছেন জাহ্নবী কাপুর। তিনি  কোথায় যাচ্ছেন, কী করছেন  তা জানতে সর্বদাই মুখিয়ে রয়েছেন ভক্তরা।  লো নেক ড্রেসের হট ক্লিভেজে মুহুর্তে নেটপাড়ায় আগুন জ্বালিয়েছেন জাহ্নবী কাপুর।

910

লো নেকে বেরিয়ে রয়েছে বক্ষের একাংশ। হট ক্লিভেজে নেশা ধরালেন জাহ্নবী কাপুর। খোলা চুলে অভিনেত্রীর সেক্সি অ্যাটিটিউডে পাগল হলেন ভক্তরা। লো নেক ড্রেসের হট ক্লিভেজে মুহুর্তে নেটপাড়ায় আগুন জ্বালিয়েছেন জাহ্নবী কাপুর। ঝড়ের গতিতে ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

1010

বলিউডে জাহ্নবীর অভিষেক হয়েছিল 'ধড়ক' সিনেমায়। বলি অভিনেতা শাহিদ কাপুরের সৎ ভাই ঈশান খট্টরের বিপরীতে বলিউডে  'ধড়ক' সিনেমাতেই ডেবিউ করেছিলেন জাহ্নবী। এই কয়েক বছরের মধ্যে বেশ কয়েকটি সিনেমাতেই অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। এই কয়েক বছরের মধ্যে সিনেমার সংখ্যা হাতে গোনা গেলেও প্রেমিকের সংখ্যাটা তার নেহাতই কম নয়, সেটা বেশ দীর্ঘ। একের পর এক সম্পর্কে  থেকে বিতর্কে জড়িয়েছেন জাহ্নবী কাপুর। যদিও প্রেম নিয়ে বরাবরই স্পিকটি নট জাহ্নবী।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos