পঞ্চম ছবির প্রচার নিয়ে এখন বেজায় ব্যস্ত শ্রীদেবী কন্যা। টানা এক বছর পর প্রেক্ষাগৃহে ছবি মুক্তি। দর্শকদের প্রেক্ষাগৃহে ফেরাতে প্রচারে এখন বেশি নজর দিচ্ছে সেলেব মহল তথা প্রযোজক সংস্থা। তার ফলেই এখন জাহ্নবীর শ্বাস নেওয়ার সময় নেই।
টানা এক দর্শকদের সেভাবে ফেরানো যায়নি প্রেক্ষাগৃহে। তবে বছর ঘোরার সঙ্গে সঙ্গে আবারও ছন্দে ফেরার পালা।
211
তড়িঘড়ি ছবির শ্যুটিং শেষ করেছিলেন জাহ্নবী কাপুর। তাঁর শেষ মুক্তি পাওয়া ছবি গুঞ্জণ সাক্সেনা।
311
সেই ছবি ওটিটি প্লার্টফর্মেই মুক্তি পেয়েছিল। তবে এবার পালা বড় পর্দার। মুক্তি পেতে চলেছে রুহি।
411
যার ফলে এখন বেজায় ব্যস্ত রয়েছেন জাহ্নবী কাপুর। একের পর এক প্রোমশনের কাজে তাঁকে ছুঁটতে হচ্ছে।
511
ফলে হাতে সময় বরই কম। ইতিমধ্যেই ছবির ট্রেলার সকলকে চমকে দিয়েছে। এই ছবিতে এক অনবদ্য লুকে ধরা দিলেন তিনি।
611
বিপরীতে দেখা যাবে অভিনেতা রাজকুমার রাওকে। ছবি পলকে স্ত্রীর কথা মনে করিয়ে দিলেও জ্যাঁর এক থাকায় তা যে মজার হতে চলেছে তা উড়িয়ে দেওয়া যাবে না।
711
তাই এই ছবি যে সিনেমাহলে মানুষকে ফেরাতে পারে, সেই বিশ্বাসই রাখছে এখন প্রযোজক টিম।
811
সম্প্রতি সেই ছবির প্রচারেই পা বাড়িয়েছেন জাহ্নবী। যার ফলে একের পর এক অনুষ্ঠানে হাজির থাকতে হচ্ছে থাকে।
911
সম্প্রতি তেমনই এক অনুষ্ঠান থেকে ফেরার পথে ছিল বিমান। তাই জাহ্নবী গাড়িতেই পাল্টে ফেললেন পোশাক।
1011
সেই ব্যস্ততার ছবি নিজেই তুলে ধরেছেন জাহ্নবী। এরপর তাকে সাধারণ হালকা পোশাকে দেখা যায় বিমানে বসে।
1111
মুহূর্তে এই ছবি ভাইরাল হয়ে যায় নেট মহলে। এখন দেখার এই ছবি বক্স অফিসে কতটা জায়গা করতে পারে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।