পিছনে কাটা থেকে সামনে খোলা, নিতম্ব-বক্ষের শরীরী মোচড়ে কিমের জায়গা নিতে চাইছেন জাহ্নবী

বোল্ড অ্যান্ড সেক্সি পোশাকের জন্যই শিরোনামে উঠে রাতের ঘুম কেড়ে নিয়েছেন জাহ্নবী কাপুর। নেটপাড়ার সাহসী অভিনেত্রীর তকমা ইতিমধ্যেই জুড়ে গিয়েছে জাহ্নবীর সঙ্গে। পুরোনো ইমেজ ঝেড়ে ফেলে নেটদুনিয়ার হট সেনসেশন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। স্টারকিড নিয়ে উত্তেজনার পারদ সর্বদাই তুঙ্গে থাকে। বি-টাউনের সেক্সিয়েস্টদের তালিকায় প্রথম সারিতেই রয়েছে জাহ্নবী কাপুর। সর্বদাই নেটদুনিয়ায় আগুন জ্বালাতে সিদ্ধহস্ত শ্রী-কন্যা। এবার  পোশাকের কারণে কটাক্ষের শিকার হলেন জাহ্নবী কাপুর। ব্যাকলেস পোশাক পরে শরীর দেখাতে গিয়েই বিপাকে পড়লেন শ্রী কন্যা।  তার সাজপোশাক দেখে নেটিজেনরা বলছেন হলিউড নায়িকা কিম কার্দাশিয়ানকেই অনুকরণ করে চলছেন জাহ্নবী কাপুর।
 

Riya Das | Published : Apr 8, 2022 12:05 PM
110
পিছনে কাটা থেকে সামনে খোলা, নিতম্ব-বক্ষের শরীরী মোচড়ে কিমের জায়গা নিতে চাইছেন জাহ্নবী

ফ্যাশন সেন্স নিয়ে হামেশাই নেটিজেনদের নজরে থাকেন জাহ্নবী কাপুর। কাটাছেড়া পোশাক পরে ফের ট্রোলের শিকার জাহ্নবী কাপুর। যদিও এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার ট্রোলের মুখে পড়তে হয়েছে জাহ্নবী কাপুরকে। 

210

সম্প্রতি বান্ধবী অনন্যা পান্ডের  ও শানায়া কাপুরের সঙ্গে ডিনারে গিয়েছিলেন জাহ্নবী কাপুর। যেখানে আকাশী রঙের ব্যাকলেস জাম্পশ্যুট পরেছিলেন শ্রী কন্যা। যা শরীরের সঙ্গে একেবারে আটোসাঁটো ছিল। এই পোশাক পরতেই জাহ্নবীকে দেখে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা।
 

310


ব্যাকলেস জাম্পস্যুটে চারপাশ দিয়ে বেরিয়ে আসছিল সুডৌল বক্ষযুগল। বিগ সাইজ নিতম্বের খাঁজে রীতিমতো ঝড় তুলেছিলেন জাহ্নবী কাপুর। খোলা পিঠ জাহ্নবীর লাস্য যেন ঝরে পড়ছিল। অভিনেত্রীকে দেখা মাত্রই ফ্ল্যাশের ঝলকানিতে ভরে গিয়েছিল। পাপারাৎজিরা একাধিক ছবি লেন্সবন্দি করেছেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে।

410

সর্বদাই নেটদুনিয়ায় আগুন জ্বালাতে সিদ্ধহস্ত শ্রী-কন্যা। এবার  পোশাকের কারণে কটাক্ষের শিকার হলেন জাহ্নবী কাপুর। ব্যাকলেস পোশাক পরে শরীর দেখাতে গিয়েই বিপাকে পড়লেন শ্রী কন্যা।  তার সাজপোশাক দেখে নেটিজেনরা বলছেন হলিউড নায়িকা কিম কার্দাশিয়ানকেই অনুকরণ করে চলছেন জাহ্নবী কাপুর।

510

কিম কার্দাশিয়ানের মতো সাহসী পোশাক, উচু করে বাধা পনিটেলের জন্যও জাহ্নবীকে অনেকেই বলিউডের কিম কার্দাশিয়ান বলে থাকেন। তার কার্ভি সেক্সি ফিগারে বোল্ড আউট হয়েছেন ভক্তরা। ছবি দেখেই হার্ট ও ফায়ারের ইমোজিতে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

610

বি-টাউনের সেক্সিয়েস্টদের তালিকায় প্রথম সারিতেই রয়েছে জাহ্নবী কাপুর। সর্বদাই নেটদুনিয়ায় আগুন জ্বালাতে সিদ্ধহস্ত শ্রী-কন্যা। এবার  পোশাকের কারণে কটাক্ষের শিকার হলেন জাহ্নবী কাপুর। অনেকের তার সাজপোশাক দেখে হলিউড নায়িকা কিম কার্দাশিয়ানের সঙ্গে তুলনা টেনেছেন। 
 

710


তিনি যেমন সাহসী,তেমনই সাজপোশাকেও সাহসীকতার ছাপ রাখতে পিছপা হননা জাহ্নবী কাপুর। স্লিভলেস সিক্যুইনের গাউনে, টেনে বধা পনি টেল। শরীরে বিশেষ কোনও অলঙ্কার নেই। ন্যুড মেকআপে গর্জিয়াস জাহ্নবী। এই পোশাকে জাহ্নবীকে দেখেই কিম কার্দাশিয়ানের সঙ্গে তুলনা টেনেছেন নেটিজেনরা।

810

শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর ইদানিং মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে চলে আসছেন। নেটিজেনরা বলছেন মায়ের দেখানো পথকেই যেন অনুসরণ করে হেঁটে চলেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। তবে মায়ের দৌলতে নয়, শ্রীদেবী কন্যা হিসেবে বি-টাউনে পরিচিত হলেও সম্পূর্ণ নিজের দক্ষতায় তিনি  আজ প্রতিষ্ঠিত। সোশ্যাল মিডিয়া লাইমলাইটে থাকতে বলি অভিনেত্রীরা  কিছু না কিছু করেই থাকে। এবার সেই তালিকায় নয়া সংযোজন জাহ্নবী কাপুর।

910

 

স্কিনফিট পোশাকে ঠিকরে বেরোচ্ছে বক্ষযুগল,  মারকাটারি চাবুক ফিগার, মেদহীন কটিদেশ, শ্রীদেবী কন্যা জাহ্নবী যেন নেটদুনিয়ার হট সেনসেশনে। একের পর এক বোল্ড ফোটোশ্যুটে পুরুষদের রাতের ঘুম কাড়তে সিদ্ধহস্ত  জাহ্নবী।জাহ্নবী কাপুরের শরীরী নেশায় পুড়ে ছাই নেটিজেনরা। রাতারাতি সোশ্যাল মিডিয়ার পুরো অ্যাটেনশনটাই কেড়ে নিয়েছেন শ্রী কন্যা। 

 

1010

ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে  'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'-র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন জাহ্নবী কাপুর।  যার ফার্স্ট লুকও সম্প্রতি প্রকাশিত হয়েছে।  ছবিতে জাহ্নবীর বিপরীতে দেখা যাবে রাজকুমার রাওকে। এছাড়া বেশ কিছু ছবিও রয়েছে জাহ্নবীর ঝুলিতে। আপকামিং ছবি 'গুড লাক জেরি', 'দোস্তানা ২', 'তখত'-এ  দেখা যাবে জাহ্নবী কাপুরকে। এছাড়াও আসন্ন ছবি 'মিলি'-র শুটিংও শেষ করে ফেলেছেন নায়িকা।
 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos