বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র, তা বারেবারে প্রমাণ করে দিয়েছেন তারকারা। বলি তারকাদের বয়স যদিও খুব একটা বাড়ে না। নারী হোক কিংবা পুরুষ যে কোনও বয়সের ব্যবধানে প্রেম থেকে বিয়েতে নজির গড়েছেন বলি তারকারা। বলিউডের হেমা মালিনী-ধর্মেন্দ্র জুটি হোক কিংবা নিক জোনাস-প্রিয়ঙ্কা চোপড়া, ঐশ্বর্য রাই বচ্চন -অভিষেক বচ্চন, করিনা কাপুর খান-সইফ আলি খান এদের প্রত্যেকেরই বয়সের পার্থক্য অনেকটাই। এবার সেই তালিকায় যুক্ত হলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।