সম্পর্কে ভাঙন জাহ্নবী-ইশানের, পেছনে থাকা আসল কারণ কী

ধড়ক ছবির সেটেই তাঁদের পরিচয়। সেখান থেকেই শুরু সম্পর্কের মেলবন্ধন। একের পর এক খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন জাহ্নবী কাপুর ও ইশান। নিজেদের সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা না বললেও তাঁরা স্পষ্টই বুঝিয়ে দেন তাঁদের মধ্যে আর কোনও সম্পর্কই নেই। 

Jayita Chandra | Published : Mar 10, 2020 1:46 PM IST
110
সম্পর্কে ভাঙন জাহ্নবী-ইশানের, পেছনে থাকা আসল কারণ কী
শ্রীদেবী কন্যা বলিউডে পা রাখার পর থেকেই সকলের নজর কেড়েছিলেন।
210
ধড়ক ছবি দিয়ে প্রথম বলিউডে পা রেখেছিলেন জাহ্নবী। সেই ছবি এক কথায় হিট।
310
ছবিতে জাহ্নবীর বিপরীতে অভিনয় করেছিলেন ইশান। সেখানেই প্রথম ফুঁটে ওঠে তাঁদের রসায়ন।
410
পর্দায় রসায়নের পর তাঁরা রিয়েল লাইফে ডেট করতে শুরু করেছিলেন।
510
কিন্তু কোথাও যেন তাঁদের সম্পর্ক দানা বাঁধতে পারেনি শেষ পর্যন্ত।
610
প্রকাশ্যে কখনই তাঁরা নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলেননি।
710
তবে যত্রতত্র জাহ্নবীর সঙ্গে ইশানকে দেখা যেত। তবে শেষ পর্যন্ত টিকল না এই সম্পর্ক।
810
করণ জোহারের শো-তে এসে সম্পর্ক নিয়ে কোনও কথাই বলেননি তাঁরা। তবে বিটাউনে জল্পনা তুঙ্গে।
910
একে অন্যকে সময় দিতে পারেন না তাঁরা। শুধু তাই নয়, জাহ্নবীর ডাকে প্রমোশনেও আসেননি ইশান।
1010
সূত্রের খবর, দুজনেই কাজ নিয়ে ব্যস্ত। তাই প্রেমের সম্পর্ককে তাঁরা সময় দিতে পারছেন না।
Share this Photo Gallery
click me!

Latest Videos