Published : Mar 10, 2020, 04:07 PM ISTUpdated : Mar 10, 2020, 04:08 PM IST
হোলির রঙে রঙিন বলিউড। কখনও তারকারা পরিবারের সঙ্গে মেতে উঠেন রভের উৎসবে, কখনও আবার পার্টি। তবে বেশ কিছু বছর আবার রঙ খেলা হয় না অনেকেরই। কারণ শ্যুটিং সিডিউলের মধ্যেই কেটে যায় এই বিশেষ দিন। আবার যে পরিস্থিতির মুখোমুখি হতে হল কিয়ারাকে। তবে তারকাদের সেলিব্রেশনের বেশ কিছু পুরোনো ছবি আজও স্মৃিতর পাতায় উজ্জ্বল। রইল তারই কিছু ঝলক।