শ্রীদেবী কন্যা হিসেবে বি-টাউনে পরিচিত হলেও সম্পূর্ণ নিজের দক্ষতায় তিনি আজ প্রতিষ্ঠিত। আজ ২৩-শে পা দিলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। মাত্র ২ বছর আগে বলিউডে পা দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন জাহ্নবী কাপুর। বলিউডে জাহ্নবীর অভিষেক হয়েছিল 'ধড়ক' সিনেমায়।
29
বলি অভিনেতা শাহিদ কাপুরের সৎ ভাই ঈশান খট্টরের বিপরীতে বলিউডে 'ধড়ক' সিনেমায় অভিষেক হয়েছিল জাহ্নবীর। সেই ছবিতেই ঈশানের সঙ্গে ডেটিংয়ের খবর ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। একে অপরকে ডেটিংও করেন দীর্ঘদিন। সেই প্রেমেও ভাঙন ধরে বছরখানেকের মধ্যে।
39
কয়েক বছরের মধ্যে সিনেমার সংখ্যা হাতে গোনা গেলেও প্রেমিকের সংখ্যাটা তার নেহাতই কম নয়, সেটা বেশ দীর্ঘ। একের পর এক সম্পর্কে থেকে বিতর্কে জড়িয়েছেন জাহ্নবী কাপুর। যদিও প্রেম নিয়ে বরাবরই স্পিকটি নট জাহ্নবী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঈশানকে নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর।
49
প্রাক্তন প্রেমিককে যে এখনও মনে রয়ে গেছে তা জাহ্নবীর কথা ধরা পড়েছে। জাহ্নবী কাপুর জানিয়েছেন আমরা একে অপরের কাজ নিয়ে যতই ব্যস্ত থাকি না কেন কিন্তু দেখা হলে এখনও অতটাই টান অনুভব করি আমরা।
59
জাহ্নবী কাপুর আরজে সিদ্ধার্থ কন্নকে জানান, আমার মনে হয় আমরা দুজনেই এখন বড্ড বেশি ব্যস্ত হয়ে পড়েছি। কিন্তু আমাদের যখনই দেখা হয় তখনই একটা উষ্ণতা অনুভব করি আমরা। 'যুগ যুগ জিও' সিনেমার 'রঙ্গসারি' গানটা আমাদের প্রথম সিনেমা 'ধড়ক'-এ ব্যবহার হওয়ার কথা ছিল। আমরা যখনই মনতাজ শ্যিট করতাম এটা বাজত।
69
জাহ্নবী আরও জানান 'যুগ যুগ জিও' সিনেমার 'রঙ্গসারি' গানটা যখনই মুক্তি পেল তখনই দুজন দুজনকে ম্যাসেজও করেছিলাম। এবং এটাই বলেছিলাম দেখেছ গানটা। আসলে আমরা সবসময়েই ভাবতাম এই গানটা আমাদের খুব কাছের ও হৃদয়ের।
79
বলিউডে শ্রীদেবী কন্যা হিসেবে বি-টাউনে পরিচিত হলেও সম্পূর্ণ নিজের দক্ষতায় আজ প্রতিষ্ঠিত হয়েছেন জাহ্নবী কাপুর। মারকাটারি চাবুক ফিগার, মেদহীন কটিদেশ, শ্রীদেবী কন্যা জাহ্নবী যেন নেটদুনিয়ার হট সেনসেশন। একটু সময় পেলেই এদিক-ওদিকে বেড়িয়ে পড়েন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। একটানা কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়লেই যেন ফ্রেশ অক্সিজেন নিতে বেরিয়ে পড়েন প্রকৃতির কোলে। কখনও সোলো ট্রিপ, তো কখনও আবার বন্ধু কিংবা ফ্যামিলির সঙ্গে ঘুরতে চলে যান জাহ্নবী কাপুর।
89
অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় উঁকি মারলেই দেখা যাচ্ছে পাহাড়ের কোলে উন্মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াচ্ছেন জাহ্নবী কাপুর। সেক্সি হট পোশাকে জাহ্নবীকে দেখে চোখ কপালে উঠেছে। ঝড়ের গতিতে ছবিগুলি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একের পর এক বোল্ড ফোটোশ্যুটে পুরুষদের রাতের ঘুম কাড়তে সিদ্ধহস্ত জাহ্নবী । সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন শ্রী-কন্যা। ইন্টারনেট কাঁপছে জাহ্নবীর সেক্সি অবতারে। সেক্সি ফিগারকেও হার মানাচ্ছে তার বিগ সাইজ নিতম্ব।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।