বিয়ের পরের জীবনটা আরও বেশি ভয়ঙ্কর ছিল। বিয়ে, অসুখী দাম্পত্য, শারীরিক ও মানসিক নির্যাতন, তারপর বিচ্ছেদ নিয়েও কম জলঘোলা হয়নি। আজও সেই বহুলচর্চিত বিচ্ছেদ দগদগে সকলের মনে। একটা সময়ে আদালতে করিশ্মার জবানিতে এমন কিছু তথ্য উঠে এসেছিল যা নাড়িয়ে দিয়েছিল বলিউডকে। অন্তঃসত্ত্বাকালীনও জুটেছিল চড়, থাপ্পড়, মারধর, করিশ্মার গার্হস্থ্য হিংসার শিউরে ওঠা কাহিনি যেন হার মানাবে বলিউডের চিত্রনাট্যকে।