স্টারকিড মানেই বলিউডের সফরটা খুব সহজ, অনেকে েমনটাই মনে করেন, কিন্তু বাইরে থেকে বিষয়টা যতটা সহজ মনে হয়, ভেতর থেকে ছিক ততটা নয়। তা স্পষ্ট করেই বুঝিয়ে দিলেন শ্রীদেবী কন্যা। একের পর এক ছবি করে চলেছেন জাহ্নবী কাপুর। তারই মাঝে সাক্ষাৎকারে একাধিক খোলাসা করেছেন অভিনেত্রী।
কিন্তু তেমনটা হয়নি। উল্টে মন খুলে কথা বলে জাহ্নবী জানিয়েছিলেন তিনি নিজেই আলিয়াকে ভীষণ পছন্দ করেন।
69
স্টারকিড মানেই যে তাঁরা সিনে জগতে পা দিয়ে ছক্কা হাকাবে এমনটা মটেও নয়। যে পরিস্থিতিতে মা-কে হারিয়ে প্রথম ছবি মুক্তিতে হাজির ছিলেন তিনি, তা কেবল তিনি জানেন।
79
কার থেকে ভালো অভিনয়টা পারেন বা কার থেকে খারাপ তা নিয়ে বিন্দু মাত্র ভাবতে প্রস্তুত নয় জাহ্নবী কাপুর।
89
তার কথা কেবল একটাই, তিনি নিজের সেরাটা উজার করে দিয়েছেন। প্রতিটা ছবিতেই তিনি নিজের মন থেকে অভিনয় করে থাকেন।
99
অনেকেই তাঁকে প্রশ্ন করেন, তিনি কি বলিউডের দ্বিতীয় আলিয়া হওয়ার পথে পা বাড়াচ্ছেন, সেই প্রশ্নের উত্তরেও তিনি সাফ জানান, তিনি যতটা পারেন ঠিক ততটাই করার চেষ্টা করেন মাত্র।