নাবালক বয়সেই উদ্দাম সঙ্গম থেকে একাধিক নারীসঙ্গ, বিদেশীদের ছেড়ে কেন 'দেশি গার্ল'কে মন দিয়েছিলেন 'নিক'

Published : Mar 17, 2021, 01:45 PM IST

এখনও ৩০-এর কোটাও পার করতে পারেননি পপ তারকা নিক জোনাস । বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার ১০ বছরের ছোটা স্বামী হলিউড পপ তারকা নিক জোনাস প্রায়শই খবরের শিরোনামে থাকেন। বলিউডের দেশি গার্লের আগে একাধিক নারীসঙ্গ ছিল নিকের । সূত্রের খবর, চার বিদেশি নারীসঙ্গ চুটিয়ে উপভোগ করেই দেশি গার্লের প্রেমে পড়েন নিক জোনাস।  কী এমন রয়েছে প্রিয়ঙ্কার মধ্যে যে বিদেশিদের ছেড়ে দেশি গার্লের প্রেমে হাবুডুবু থেকে সটান বিয়ের প্রস্তাব দিয়েছিলেন নিক,জেনে নিন বিশদে।  

PREV
18
নাবালক বয়সেই উদ্দাম সঙ্গম থেকে একাধিক নারীসঙ্গ, বিদেশীদের ছেড়ে কেন 'দেশি গার্ল'কে মন দিয়েছিলেন 'নিক'

হলিউড পপ তারকা নিক জোনাস স্কুলে পড়াকালীন ১৪ বছর বয়সে  প্রথম প্রেমে পড়েছিলেন। এবং ১ বছর তার সঙ্গে সম্পর্কে ছিলেন নিক।

28

নিক জোনাসের প্রথম প্রেম ছিল মাইলি সাইরাস। আমেরিকান গায়িকা তথা ডিজনি তারকা মাইলি-ই ছিল নিকের প্রথম প্রেম। মাইলি প্রথম মেয়ে যাকে নিক জোনাস চুম্বন করেছিলেন। একটি সাক্ষাৎকারে নিক জানিয়েছিলেন, রান্নাঘরের বাইরে প্রথম মাইলিকে চুন্বন করেছিলেন নিক।

38

মাইলির সঙ্গে সম্পর্কও বেশিদিন টেকেনি। তারপরই সেলিনা গোমজের সঙ্গে সম্পর্কে জড়ান নিক। সেই সম্পর্কও খুব বেশিদিন স্থায়ী হয়নি।

48

২০১১ সালে অষ্ট্রেলিয়ান গায়িকা ডেল্টার প্রেমে পরেন নিক। মাত্র ১০ মাস পরেই তাদের ব্রেকআপ হয়েছিল। ডেল্টাও ৪ বছরের বড় ছিল নিকের থেকে। সেই সম্পর্কে বেশিদিন টেকেনি।

58

২০১৩ সালে জনপ্রিয় ফ্যাশন মডেল অলিভিয়ার প্রেমে পড়েন পপতারকা। সেই সম্পর্কও ২ বছরের বেশি স্থায়ী হয়নি। ২০১৫ সালে সম্পর্কে ভাঙন ধরে। তবে কি নাবালক অবস্থাতেই সঙ্গমে মজেছিলেন নিক, তা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন।

68

৪ বিদেশির পর অবশেষে নিকের জীবনে আসে দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়া। গ্রিসেই প্রথম বিয়ের প্রস্তাব পেয়েছিলেন প্রিয়ঙ্কা।

78

কী এমন রয়েছে প্রিয়ঙ্কার মধ্যে যে বিদেশিদের ছেড়ে দেশি গার্লের প্রেমে হাবুডুবু থেকে সটান বিয়ের প্রস্তাব দিয়েছিলেন নিক। আসলে বয়সে বড় দেশি গার্লকে প্রথম দেখাতেই মনে ধরেছিল নিকের, তাই কোনওভাবেই প্রিয়ঙ্কাকে হাতছাড়া করতে চাননি মার্কিন পপ তারকা।

88

বর্তমানে নিজের চেয়ে বয়সে ১০ বছরের ছোট হলিউড পপ তারকা নিক জোনাসকে বিয়ে করেছেন বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা। বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা বারেবারে প্রমাণ দিচ্ছেন এই হট কাপলস।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories