মায়ের লাল শিফনে সাজলেন জাহ্নবী, খেয়াল করালেন শ্রীদেবীকে
এ যেন মায়েরই পরিপূরক। মায়ের দেখানো পথকেই যেন অনুসরণ করে হেঁটে চলেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। তবে মায়ের দৌলতে নয়, শ্রীদেবী কন্যা হিসেবে বি-টাউনে পরিচিত হলেও সম্পূর্ণ নিজের দক্ষতায় তিনি আজ প্রতিষ্ঠিত। সোশ্যাল মিডিয়া লাইমলাইটে থাকতে বলি অভিনেত্রীরা কিছু না কিছু করেই থাকে। এবার সেই তালিকায় নয়া সংযোজন জাহ্নবী কাপুর। একটা সময়ে শ্রীদেবীকে নিয়মিত দেখা যেত শাড়িতে। মায়ের সেই ট্রেন্ড বজায় রেখে শাড়ি ফ্যাশনে মাতলেন জাহ্নবী। লাল শাড়ি, স্লিভলেস ব্লাউজ, চুল খোলা পিঠে বাজিমাত করছেন অভিনেত্রী। তবে শুধু লাল শাড়িই নয়, গোলাপি, বেগুনি নানা রঙের শাড়িতে তিনি যেন নিজেকে মায়ের মতোন করেই সাজিয়ে তুলেছেন। শাড়ি ফ্যাশনে কতটা সাবলীল জাহ্নবী তা ছবিতেই স্পষ্ট। লাল থেকে বেগুনি জাহ্নবীর শাড়ি ফ্যাশনের রইল একগুচ্ছ ছবি।
Riya Das | Published : Jan 21, 2020 4:50 PM / Updated: Jan 21 2020, 04:53 PM IST
লাল শিফনে একদম মায়ের মতো নজর কাড়লেন শ্রীদেবী কন্যা জাহ্নবী।
একসময়ে বেশিরভাগ অনুষ্ঠানেই লাল শিফনে দেখা যেত শ্রীদেবীকে। সেইমতো খানিকটা যেন পুরোনো স্মৃতি উসকে দিলেন অভিনেত্রী।
লাল শাড়িতে পুরো যেন শ্রী-এর মতোনই দেখতে লাগছে জাহ্নবীকে।
উমাং -এর রেড কার্পেটে বাবা বনি কাপুরের সঙ্গে মায়ের এই শাড়িতে নজর কেড়েছেন অভিনেত্রীকে।
জাহ্নবীর এই লাল শাড়ির ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
লাল শাড়ির এই লুক দেখে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের শ্রীদেবীকেই যেন চোখের সামনে ভেসে উঠছে।
বেশ কিছু বিজ্ঞাপনেরও পরিচিত মুখ জাহ্নবী। মাঝেমধ্যেই প্রসাধনীর বিজ্ঞাপন, ডিজাইনার জামাকাপড়ের বিজ্ঞাপনেও তাকে দেখা যায়।
শুধু লাল শাড়িতেই নয়, গোলাপি শাড়িতেও নজর কেড়েছে নেটিজেনদের।
গত বছরেই বলিউডে জাহ্নবীর অভিষেক হয়েছিল 'ধড়ক' সিনেমায়। তারপর থেকেই নিজের জায়গা ধরে রাখতে এবং আরও বেশি আকর্ষণীয় করে তুলতে তিনি ফিটনেস নিয়ে আরও বেশি সচেতন হয়েছেন।
তার এই প্রাণখোলা হাসিতেই বুদ হয়েছে নেটদুনিয়া।
নিজের ফিটনেস নিয়েও বেশ সচেতন জাহ্নবী। শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরও রয়েছেন সেই তালিকায়। ইদানিংকালে অনেক বেশি জিমের মধ্যে সময় কাটাতে দেখা যাচ্ছে তাকে।
সেলেবকন্যা হয়েও বেশিরভাগ সময়েই নেটদুনিয়ার ট্রোলের শিকার হয়েই লাইমলাইটে থাকেন জাহ্নবী। মাঝে মধ্যেই খবরের শিরোনামে উঠে আসে তার নাম।
সদ্যই শেষ হয়েছে তার আপকামিং ছবি 'গুঞ্জন সাক্সেনাঃ দ্য কার্গিল গার্ল' এর শ্যুটিং। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই খবর ভক্তদের জানিয়েছেন।