মায়ের লাল শিফনে সাজলেন জাহ্নবী, খেয়াল করালেন শ্রীদেবীকে

এ যেন মায়েরই পরিপূরক। মায়ের দেখানো পথকেই যেন অনুসরণ করে হেঁটে চলেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। তবে মায়ের দৌলতে নয়, শ্রীদেবী কন্যা হিসেবে বি-টাউনে পরিচিত হলেও সম্পূর্ণ নিজের দক্ষতায় তিনি  আজ প্রতিষ্ঠিত। সোশ্যাল মিডিয়া লাইমলাইটে থাকতে বলি অভিনেত্রীরা  কিছু না কিছু করেই থাকে। এবার সেই তালিকায় নয়া সংযোজন জাহ্নবী কাপুর। একটা সময়ে শ্রীদেবীকে  নিয়মিত দেখা যেত শাড়িতে। মায়ের সেই ট্রেন্ড বজায় রেখে শাড়ি ফ্যাশনে মাতলেন জাহ্নবী। লাল শাড়ি, স্লিভলেস ব্লাউজ, চুল খোলা পিঠে বাজিমাত করছেন অভিনেত্রী। তবে শুধু লাল শাড়িই নয়, গোলাপি, বেগুনি নানা রঙের শাড়িতে তিনি যেন নিজেকে  মায়ের মতোন করেই সাজিয়ে তুলেছেন। শাড়ি ফ্যাশনে কতটা সাবলীল জাহ্নবী তা ছবিতেই স্পষ্ট। লাল থেকে বেগুনি জাহ্নবীর শাড়ি ফ্যাশনের রইল একগুচ্ছ ছবি।

Riya Das | Published : Jan 21, 2020 4:50 PM / Updated: Jan 21 2020, 04:53 PM IST
120
মায়ের লাল শিফনে সাজলেন জাহ্নবী,  খেয়াল করালেন শ্রীদেবীকে
লাল শিফনে একদম মায়ের মতো নজর কাড়লেন শ্রীদেবী কন্যা জাহ্নবী।
220
একসময়ে বেশিরভাগ অনুষ্ঠানেই লাল শিফনে দেখা যেত শ্রীদেবীকে। সেইমতো খানিকটা যেন পুরোনো স্মৃতি উসকে দিলেন অভিনেত্রী।
320
লাল শাড়িতে পুরো যেন শ্রী-এর মতোনই দেখতে লাগছে জাহ্নবীকে।
420
উমাং -এর রেড কার্পেটে বাবা বনি কাপুরের সঙ্গে মায়ের এই শাড়িতে নজর কেড়েছেন অভিনেত্রীকে।
520
জাহ্নবীর এই লাল শাড়ির ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
620
উসকো খুসকো চুলে, খোলা পিঠে নো মেক আপ লুকে বাজিমাত করেছেন শ্রীদেবী কন্যা।
720
লাল শাড়ির এই লুক দেখে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের শ্রীদেবীকেই যেন চোখের সামনে ভেসে উঠছে।
820
বেশ কিছু বিজ্ঞাপনেরও পরিচিত মুখ জাহ্নবী। মাঝেমধ্যেই প্রসাধনীর বিজ্ঞাপন, ডিজাইনার জামাকাপড়ের বিজ্ঞাপনেও তাকে দেখা যায়।
920
শুধু লাল শাড়িতেই নয়, গোলাপি শাড়িতেও নজর কেড়েছে নেটিজেনদের।
1020
গত বছরেই বলিউডে জাহ্নবীর অভিষেক হয়েছিল 'ধড়ক' সিনেমায়। তারপর থেকেই নিজের জায়গা ধরে রাখতে এবং আরও বেশি আকর্ষণীয় করে তুলতে তিনি ফিটনেস নিয়ে আরও বেশি সচেতন হয়েছেন।
1120
তার এই প্রাণখোলা হাসিতেই বুদ হয়েছে নেটদুনিয়া।
1220
নিজের ফিটনেস নিয়েও বেশ সচেতন জাহ্নবী। শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরও রয়েছেন সেই তালিকায়। ইদানিংকালে অনেক বেশি জিমের মধ্যে সময় কাটাতে দেখা যাচ্ছে তাকে।
1320
সেলেবকন্যা হয়েও বেশিরভাগ সময়েই নেটদুনিয়ার ট্রোলের শিকার হয়েই লাইমলাইটে থাকেন জাহ্নবী। মাঝে মধ্যেই খবরের শিরোনামে উঠে আসে তার নাম।
1420
সদ্যই শেষ হয়েছে তার আপকামিং ছবি 'গুঞ্জন সাক্সেনাঃ দ্য কার্গিল গার্ল' এর শ্যুটিং। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই খবর ভক্তদের জানিয়েছেন।
1520
উন্মুক্ত বক্ষে বেগুনি রঙের শাড়িতেই রীতিমতো ঝড় তুলেছেন অভিনেত্রী।
1620
সিনেমার পাশাপাশি ওয়েবসিরিজেও তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। ঘোস্ট স্টোরিজ নামে একটি ওয়েবসিরিজে তিনি নিজের চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন।
1720
ইতিমধ্যেই স্টারকিড তকমা ঝেড়ে তরুণের উর্বশী হয়ে উঠেছেন জাহ্নবী। একের পর এক হট ফটোশ্যুটে পুরুষদের ঘুম উড়িয়েছেন তিনি।
1820
অভিনেত্রীর শিশুসুলভ, সহজ-সরল, হাসিখুশি জাহ্নবী সকলের কাছে পরিচিত।
1920
নববধূর রূপে তার এই সাজ রীতিমতো ভাইরাল নেটদুনিয়ায়। আঙুলের ইশারাতেই যেন সবকিছু বুঝিয়ে দিচ্ছেন অভিনেত্রী।
2020
এই প্রথম গুঞ্জন সাক্সেনার বায়োপিকে দেখা যাবে জাহ্নবীকে। ইতিমধ্যেই ছবির চরিত্রের জন্য অনেক কসরত করেছেন অভিনেত্রী।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos