জলসার বাইরে বাইকের তাণ্ডব, তড়িঘড়ি থানায় ফোন জয়া বচ্চনের

করোনার প্রকোপ পড়েছে অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়ি জলসাতে। সেখানে বর্তমানে একাই রয়েছেন জয়া বচ্চন। এমনই সময় ঘটে নয়া বিপত্তি, তড়িঘড়ি থানায় ফোন করতে বাধ্য হন জয়া বচ্চন। মধ্যরাতের তাণ্ডবে বেজায় ভয় পেয়েছেন জয়া... 

Jayita Chandra | Published : Jul 26, 2020 6:53 AM IST

18
জলসার বাইরে বাইকের তাণ্ডব, তড়িঘড়ি থানায় ফোন জয়া বচ্চনের

করোনার আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অমিতাভ বচ্চন। স্বাস্থ্যের উন্নতি ঘটলেও এখনও তিনি করোনা মুক্ত হননি। 

28

পাশাপাশি করোনা সংক্রমিত হয় ঐশ্বর্য, আরাধ্যা, ও অভিষেকের দেহেও। তাঁদেরকেও ভর্তি করা হয়েছে নানাবতি হাসপাতালে। 

38

তবে জয়া বচ্চনের দেহে করোনার কোনও নমুনা মেলেনি। তাই তিনি একাই রয়েছেন বাড়িতে। তবে এবার এক বিপত্তি পড়ে পুলিশের দ্বারস্থ হন তিনি। 

48

কয়েকদিন ধরেই বাইকারদের উৎপাত শুরু হয়েছে জলসার বাইরে। মধ্য রাতে একাধিক বাইক এসে তাণ্ডব চালায় বাড়ির সামনে। 

58

রাত ১১টা থেকে ১২ পর্যন্ত এই ঘটনা ঘটে। বিষয়টি লক্ষ্য করেই বেজায় চিন্তিত হয়ে পড়েন জয়া বচ্চন। ভয় পেয়ে মধ্য রাতেই ১০০ ডায়েল করে কথা বলেন তিনি। 

68

এরপরই পুলিশ পৌঁচ্ছে যায় জলসার সামনে। কিন্তু ততক্ষণে সেখান থেকে চলে গিয়েছে বাইকাররা। সামনে থাকা সিকিউরিটিদের সঙ্গে কথাও বলে পুলিশ। 

78

ক্ষতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। সেখান থেকেই উদ্ধার হয়েছে বাইকারদের গাড়ির নম্বর। বর্তমানে তাঁদের খুঁজে বেড়াচ্ছে পুলিশ। 

88

জুহু পুলিশ থেকে জানানো হয়, একই রাতে জয়া বচ্চন ছাড়াও জলসার আরও এক প্রতিবেশী একই অভিযোগ আনেন। 

Share this Photo Gallery
click me!
Recommended Photos