বদনাম বলিউড, অপমান সহ্য করতে নারাজ অমিতাভ ঘরণী, পার্লামেন্টে বিস্ফোরক জয়া

Published : Sep 15, 2020, 01:28 PM IST

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুই যেন এক প্রকার নাড়িয়ে দিয়ে গিয়েছে বলিউডকে। একের পর এক তথ্য ক্রমেই ভাইরাল হয়ে উঠছে। যার মধ্যে বর্তমানে মাথা চারা দিয়ে উঠেছে মাদকচক্রের খবর। বলিউড মানেই সেখানে বহিরাগতদের কোনও জায়গাই নেই, সম্প্রতি এমনই ধারনা জন্ম নিয়েছে অনেকের মনে। কিন্তু সিনে দুনিয়ার এই অপমান সহ্য করতে নারাজ জয়া বচ্চন। 

PREV
18
বদনাম বলিউড, অপমান সহ্য করতে নারাজ অমিতাভ ঘরণী, পার্লামেন্টে বিস্ফোরক জয়া

অমিতাভ বচ্চন, এক কথায় বলতে গেলে বলিউডের এখন পরিচয় হলেন তিনি। 

28

তাই সেই বলিউডের বদনাম মেনে নেওয়া কখনই সম্ভ নয় জয়া বচ্চনের। ঐশ্বর্য থেকে অভিষেক, বলিউডের এক ক্ষুদ্র জগত জয়ার অন্দরমহল। 

38

সেই বলিউডকে কটাক্ষ করা, মুহূর্তে মেজাজ হারালেন জয়া বচ্চন। সম্প্রতি পার্লামেন্টে উঠে এসেছিল বলিউডে মাদকচক্রের কথা। 

48

এই প্রসঙ্গ সামনে উঠে আসা মাত্রই বিস্ফোরক হয়ে ওঠেন জয়া বচ্চন। 

58

তিনি সাফ জানিয়ে দেন বলিউডের নামে এই কেচ্ছা মেনে নেওয়ার নয়। 

68

প্রতিদিন সরাসরি বলিউডের সঙ্গে যুক্ত হয়ে পেট চালায় প্রায় ৫ লক্ষ মানুষ। 

78

পরোক্ষভাবে বলিউডের সঙ্গে প্রতিদিন বলিউডের সঙ্গে যুক্ত থাকেন ৫০ লক্ষ মানুষ। ফলে এই ইন্ডাস্ট্রির অপমান মেনে নিতে নারাজ জয়া।

88

সরকারকে উদ্দেশ্য করে বললেন, যে বা যাঁরা বদনাম করছে বলিউডের, সরকার যেন তাঁদের ছেড়ে না দেন। 

click me!

Recommended Stories