শারীরিক নির্যাতন থেকেই আত্মহত্যা, জিয়ার 'নিঃশব্দ' মৃত্যুতে শিউরে উঠেছিল গোটা বলি ইন্ডাস্ট্রি

বলি অভিনেত্রী জিয়া খান। আজ বেঁচে থাকলে ৩৩ বছরের জন্মদিন পালন করতেন অভিনেত্রী। সালটা ২০১৩, ৩ জুন অস্বাভাবিক মৃত্যু হয়েছিল অভিনেত্রীর। খুব অল্প সময়ের মধ্যেই বি-টাউনে নিজের জায়গা পাকিয়ে নিয়েছিলেন জিয়া। মৃত্যুর পর যেন ধোঁয়াশা কাটছে না। প্রয়াত অভিনেত্রী জিয়া খানের মৃত্যু আজও বারেবারে উঠে আসছে শিরোনামে।

Riya Das | Published : Feb 20, 2021 2:51 PM
18
শারীরিক নির্যাতন থেকেই আত্মহত্যা, জিয়ার 'নিঃশব্দ' মৃত্যুতে শিউরে উঠেছিল গোটা বলি ইন্ডাস্ট্রি

বলি অভিনেত্রী জিয়া খান , খুব অল্প সময়ের মধ্যেই বি-টাউনে নিজের জায়গা পাকিয়ে নিয়েছিলেন জিয়া। আজও যার মৃত্যু রহস্য এখনও কাটেনি।

28

বেঁচে থাকলে ৩৩ বছরের জন্মদিন পালন করতেন অভিনেত্রী। অভিনেত্রীর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

38

আমির খান, অমিতাভ বচ্চনের বিপরীতে দাপিয়ে অভিনয় করেছিলেন জিয়া। হাতে বেশ কিছু ছবির কাজও ছিল। তার আগেই আত্মহত্যা পথ বেছেছিলেন অভিনেত্রী।

48

মাত্র ২৫ বছর বয়সে জিয়া খান মুম্বইয়ের জুহুর বাড়িতে আত্মহত্যা করেছিলেন। তার মৃ্ত্যু ঘিরে আজও রহস্য রয়ে গেছে। 

58

জোর করে গর্ভপাত থেকে মানসিক অবসাদ সেখান থেকেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল জিয়া। যা নিয়ে আজও ধোঁয়াশা।

68

জিয়ার মৃত্যুতে প্রেমিক সূরজ পাঞ্চোলির বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছিল এবং সেই সময়ে সূরজকে জেলও যেতে হয়েছিল। 

78

অভিনেত্রীর মা রাবিয়া দাবি করেছিলেন, সূরজ এবং আদিত্য মিলেই পুরো ঘটনাটি ধামাচাপা দিয়েছিলেন। এখনও লড়াই থামেনি। আইনি তদন্ত চালিয়ে যাচ্ছেন জিয়ার মা।

88

অভিনেত্রীর মা রাবিয়া দাবি করেছিলেন, সূরজ এবং আদিত্য মিলেই পুরো ঘটনাটি ধামাচাপা দিয়েছিলেন। এখনও লড়াই থামেনি। আইনি তদন্ত চালিয়ে যাচ্ছেন জিয়ার মা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos