ঠোঁটে ঠোঁট রেখে আয়ুষ্মানকে চুম্বন, প্রথম সমকামী গল্পে জিতেন্দ্র, লিপকিসের অভিজ্ঞতা কেমন

Published : Sep 14, 2020, 12:32 PM IST

সমকামের চরিত্রে অভিনয়ের সঙ্গে খুব একটা অভ্যস্থ ছিলেন না অভিনেতা। কিন্তু আয়ুষ্মান খুরানার ছবি মানেই পর্দায় এক ভিন্ন আবেদন। সেখানে প্রতিবারই এক নয়া লুক নিয়ে হাজির হন তিনি। তেমনই এক ছবি শুভমঙ্গল যাদা সাবধান। সেখানেই লিপকিসের দৃশ্যে ধরা দেন জিতেন্দ্র ও আয়ুষ্মান, কেমন ছিল সেই অভিজ্ঞতা...

PREV
18
ঠোঁটে ঠোঁট রেখে আয়ুষ্মানকে চুম্বন, প্রথম সমকামী গল্পে জিতেন্দ্র, লিপকিসের অভিজ্ঞতা কেমন

শুভমঙ্গল য্যাদা সাবধান হ্যায় ছবিতে এক ভিন্ন ধারার গল্প নিয়ে হাজির হয়েছিলেন আয়ুষ্মান খুরানা ও জিতেন্দ্র কুমার। 

28

সমকামের গল্পে জুটি বেঁধে ছিলেন এই দুই স্টার। চিত্রনাট্য হাতে পাওয়ার পরই বিষয়টা পরিষ্কার ছিল জিতেন্দ্রর কাছে। 

38

সমকামের গল্প যখন, তখন নিঃসন্দেহে প্রেম থাকবেই। তাই দুজনকে যে কাছাকাছি আসতে হবে, সেই বিষয় স্পষ্ট ধারনা ছিল জিতেন্দ্রর। কিন্তু তা বলে লিপলক!

48

প্রথমটাতে অস্বস্তি হলেও, পরবর্তীতে জিতেন্দ্র অনেক বেশি সহজ বোধ করেছিলেন। আয়ুষ্মান ও গোটা টিম অনেক বেশি সহযোগিতা করেছিলেন। 

58

জিতেন্দ্র কথায়, তাঁর এই দৃশ্যে শ্যুট করতে খুব একটা সময় লাগেনি। নিজেকে বোঝাতেই যা যেটুকু সময় গিয়েছিল। 

68

জিতেন্দ্র জানায়, পরে তিনি অনুভব করেছিলেন লিপকিসে কোনও আলাদা কিছু নেই। সবটাই একই। 

78

ছেলে বা মেয়ে, শুধু মধ্য বাধা হয়ে দাঁড়িয়েছিল আয়ুষ্মানের দাড়ি। মজা করে বলেছিলেন এক সাক্ষাৎকারে, দাড়িগুলো ফোঁটে। 

88

যদিও পর্দার এই সমীকরণকেই দর্শকেরা যেভাবে গ্রহণ করেছিলেন, তা এক কথায় বলাই বাহুল্য। 

click me!

Recommended Stories