নগ্ন দেহ, কেবল বালিশে চাপা জনের গোপনাঙ্গ, বিপাশার ভাইরাল হটনেসকে কী গোপন চ্যালেঞ্জ জনের

Published : Mar 02, 2021, 05:53 PM IST

বিপাশা বসুর সঙ্গে একটা সময়ে দীর্ঘদিন থাকা জনের সম্পর্ক ছিল বলিউডের হট টপিকের মধ্য অন্যতম। এই হট জুটি একে অন্যের সঙ্গে পর্দায় যেভাবে ঝড় তুলেছিলেন, রিয়েল লাইফেও ঠিক একইভাবে সকলের নজর কেড়েছিলেন। 

PREV
110
নগ্ন দেহ, কেবল বালিশে চাপা জনের গোপনাঙ্গ, বিপাশার ভাইরাল হটনেসকে কী গোপন চ্যালেঞ্জ জনের

জন আব্রাহাম আর বিপাশা বসুর মধ্যে সম্পর্ক বেশ কয়েক বছর টেকার পর শেষ রক্ষা হয়নি।

210

ভুল বুঝাবুঝি ও সম্পর্কের দূরত্বের কারণে একে অন্যের থেকে তারা সরে যেতে শুরু করেন।

310

যার মধ্যে অন্যতম কারণ হলো বিপাশা বসুর হটনেস। ঘনিষ্ঠ মুহূর্তে থেকে শুরু করে গভীর রাতে চুম্বন বিতর্কে জড়ায় নাম।

410

এর জেরেই বিপাশার সঙ্গে বিচ্ছেদ ঘটে জন আব্রাহামের। এরপর কেটে গিয়েছে বেশ কয়েক বছর।

510

যদিও বর্তমানে একজন অপরজনকে নিয়ে কোনোরকম মুখ খুলতে নারাজ। সম্পর্কের ক্ষেত্রেও তারা বেছে নিয়েছে মনের মানুষদের।

610

বর্তমানে করেন সিং গ্রোভারের সাথে ছুটি কাটাচ্ছে বিপাশা। সেখান থেকেই একের পর এক হট ছবি মুহূর্তে হয়ে উঠছে ভাইরাল।

710

যা ক্রমেই ঝড় তুলছে নেট দুনিয়ায়। করেনও বিপাশার জুটি বর্তমানে দুনিয়ার হটনেস ফান্ডা। তাই এবার বিপাশাকে করা টক্কর দিতে মাঠে নামলেন জন।

810

জন মানেই ফিট এন্ড ফাইন বলিউড হট স্টার। যার ফিগারে ফিদা মহিলা মহল। সেই সুপারস্টারই এবার সোশ্যাল মিডিয়ায় নজর কাড়তে হাজির।

910

শুধু বিপাশাই নয়, জনের উপজে এখনো ঝড় ওঠে ভক্ত হলে তা প্রমাণ করলেন তিনি। নগ্ন হয়ে কেবল একটি বালিশ চাপা দিয়ে দিলেন পোজ।

1010

ঝড়ের বেগে ভাইরাল হয়ে গেল জনি নেই হট পোষ্ট, মুহূর্তে ভক্তদের তাক লাগালেন জন জানান দিলেন, হট আমেজে  তিনি এখনও হিট।

click me!

Recommended Stories