রিয়া সেনের বোল্ডনেস নজর কেড়েছিল জনের, বিয়ের প্রস্তাব দিতেই মিলেছিল বিস্ফোরক উত্তর

Published : Mar 12, 2021, 11:52 AM IST

বং ডিভা রিয়া সেন, যাঁর একটি পোস্ট মানেই গোটা নেটা পাড়ায় উষ্ণতার ঝড়। কখনও লো-নেক, কখনও আবার স্টাইলিস লুকে হটনেসের ঢল, সেই রূপের ছটা নজর কেড়েছিল জন আব্রাহমের। বলিউডের হটস্টার জন, স্থির করেছিলেন বিয়ে করবেন রিয়াকে। 

PREV
110
রিয়া সেনের বোল্ডনেস নজর কেড়েছিল জনের, বিয়ের প্রস্তাব দিতেই মিলেছিল বিস্ফোরক উত্তর

জন আব্রাহমের বরাবরই বং ডিভাদের প্রতি নজর। তিনি কোথাও যেন বাঙালি মেয়েদেরকেই বেশি পছন্দ করতেন। 

210

ঠিক এই একই কারণে তাঁর জীবনে এসেছিলেন বিপাশা বসু। যাঁর সঙ্গে দীর্ঘ ৯ বছরের সম্পর্ক ছিল জনের। 

310

তবে নয় বছর পর সকলকে অবাক করে দিয়ে জন ও বিপাশার ব্রেকআপ হয়ে যায়। তাঁরা একে অন্যকে ছেরেই এখন সংসারে মগ্ন। 

410

বর্তমানে জন নিজের পরিবার নিয়ে ঠিক যেমন ব্যস্ত, ঠিক তেমনই বিপাশাও এখন করণের সঙ্গে সংসার করছে। 

510

ঠিক একইভাবে একসময় জনের নজর গিয়েছিল রিয়া সেনের ওপর। ৯০ দশকে জন তখন ফেমাস নন। 

610

রিয়া বলিউড ডডেবিউ করার লক্ষ্যে পা বাড়িয়েছেন। হাতে তখন স্টাইল ছবির কাজ। তখনই আলাপ জনের সঙ্গে। 

710

জনের হাতে তখন সেভাবে ছবি নেই। কিন্তু বং ডিভার রূপ দেখে বুঁদ হয়ে গিয়েছিলেন জন। দেরি না করেই রিয়াকে প্রপোজ করে বসেন। 

810

সেই সময় রিয়া লম্বা কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছেন। যার ফলে সেই মুহূর্তে কোনও কমিটমেন্টে যেতে রাজি ছিলেন না তিনি। 

910

রিয়ার সেই বোল্ড বিউটিতে জন বোল্ড আউট হলেও, রিয়া সেই সময় কোনও মতেই রাজি ছিলেন না বিয়ে করতে। 

1010

আর জন, সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। যার ফলে রিয়া আরও ঘুরে বসেন, ও এই বিষয় আর কোনও কথা বলতেই রাজি ছিলেন না তিনি। 

click me!

Recommended Stories