ক্যামেরার সামনে বিকিনি পরায় অস্বস্তিতে সোনাম, সাফ জানালেন, 'অন্তর্বাসে চকম দেওয়া ফিগার নেই'

Published : Mar 12, 2021, 11:21 AM IST

অভিনয় জগতটাই এমন, সব রকমের চরিত্র ও পোশাকের জন্য নিজেকে প্রস্তুত করেই এখন মানতে হয় প্রতিযোগিতার ঢলে। স্চানিং লুক থেকে ফিগার, অভিনয় গুণ থেকে শুরু করে, নাচ গান, সবই যেন চাই একপলকে। সুপারস্টার হওয়ার এখন এই একটাই সংজ্ঞা। 

PREV
111
ক্যামেরার সামনে বিকিনি পরায় অস্বস্তিতে সোনাম, সাফ জানালেন, 'অন্তর্বাসে চকম দেওয়া ফিগার নেই'

ক্যামেরায় পার্ফেক্ট লুক দিতে চায় সকলেই। সেই দিকে নজর দিয়েই প্রতিটা সেলেব নিজের ফিটনেস ফান্ডা তৈরি করে থাকেন। 

211

সোনাম কাপুর তার ব্যতিক্রম নন। উল্টে তাঁর ফ্যাশনেবল লুক এক নজরে সকলকে চমকে দিতে সক্ষম। 

311

স্লিম ফিট ফিগারে বরাবরই হিট সোনাম। কিন্তু সেলেবের নিজের বিচারে তা ভুল। তিনি মনে করেন তিনি সব পোশাকের নজ্য পার্ফেক্ট নন। 

411

মডেলিং কেরিয়ারে সোনাম কাপুর এক মস্ত নাম হলেও বিকিনি নিয়ে তার জীবনে রয়েছে বেজায় সমস্যা। 

511

বিকিনিতে ক্যামেরার সামনে মোটেও কমফোর্টেবল নন সোনাম। মুহূর্তে তিনি ঝড় তুলে পারেন যে চাবুক ফিগারে তাই সমস্যার মূল। 

611

এক সময় সোনামের ওজন ছিল ৮৬ কেজি। সেই সময় সোনাম কাপুরের বয়স তখন ১৯। 

711

তখনই তিনি স্থির করেছিলেন, যে তিনি অভিনেত্রী হবেন। আর তারজন্যই এক ধাক্কায় কমিয়ে ফেলেছিলেন ওজন। 

811

কিন্তু তাতেও স্বস্তি মেলেনি। তাঁকে কেউ বিকিনি পরতে বললেই সমস্যা দেখা দেয়। কারণ তিনি মনে করেন তার ফিগার পার্ফেক্ট নয়। 

911

তিনি হয়তো এখনও মোটা, তাঁর শীরের নানা স্থানে হয়তো এখনও জমে রয়েছে চর্বি। এমনটাই ধারনা সোনাম কাপুরের। 

1011

প্রকাশ্যে এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিকিনি পরতে বললে বা চরিত্রের প্রয়োজনে নিশ্চই পরে থাকি আমি, কিন্তু তা মন থেকে নয়। কারণ আমি তা মোটেও পছন্দ করি না। 

1111

আমার সব সময় মনে হয় আমায় মানায় না। বিকিনি পরার ফিগার আমার নয়। তাতেই মূল সমস্যা। 

click me!

Recommended Stories